ক্রীড়া প্রতিবেদক
জুন ২৩, ২০২১
১২:১১ অপরাহ্ন
আপডেট : জুন ২৩, ২০২১
১২:৩৪ অপরাহ্ন
বেলুন উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন সিলেটের বিভাগীয় কমিশনার মো. খলিলুর রহমান।
যুব ও ক্রীড়া মন্ত্রণলায়ের উদ্যোগে সিলেট বিভাগীয় কমিশনার কার্যালয় আয়োজিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনূর্ধ্ব-১৭ বালক) ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, (অনূর্ধ্ব-১৭ বালিকা) এর সিলেট বিভাগীয় পর্যায়ে প্রতিযোগিতা শুরু হয়েছে। বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ ফুটবলের উদ্বোধনী ম্যাচে হবিগঞ্জ জেলা দল ১-০ গোলে মৌলভীবাজার জেলা দলকে হারিয়ে ফাইনালে উন্নীত হয়েছে। দ্বিতীয় সেমিফাইনালে সিলেট জেলা দল ৩-০ গোলে সুনামগঞ্জ জেলা দলকে হারিয়ে ফাইনালে ওঠে। আগামী শনিবার শিরোপা নির্ধারণী ম্যাচে সিলেটের মোকাবেলা করবে হবিগঞ্জ।
এর আগে সিলেট জেলা স্টেডিয়ামে আজ বুধবার বিকেলে বেলুন উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সিলেটের বিভাগীয় কমিশনার মো. খলিলুর রহমান।
সিলেট বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) ও উক্ত টুর্ণামেন্ট কমিটির আহবায়ক জাকারিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিলেট রেঞ্জের ডিআইজি মো. মফিজ উদ্দিন আহম্মেদ, সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. নিশারুল আরিফ, সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম, সিলেট জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট লুৎফুর রহমান, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. মাসুক উদ্দিন আহমদ, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, বাফুফের নির্বাহী সদস্য ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দিন আহমদ সেলিম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ.এইচ.এম. মাহফুজুর রহমান, হবিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বিজেন ব্যানার্জী, সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিজন কুমার সিংহ, মৌলভীবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক মেহেদী হাসান, সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক বিজিত চৌধুরী, সিলেট জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক গোলাম জাবির চৌধুরী জাবু, সিলেট জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী সদস্য মাসুক মিয়া, সিরাজ উদ্দিন ও জাহান-ই-আলম নুরী রাহেল, সাধারণ সম্পাদক দীপাল কুমার সিংহ, সিলেট বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক হাসিনা মহিউদ্দিন ও কোষাধ্যক্ষ সাবিনা সুলতানা, সিলেট জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মারিয়ান চৌধুরী মাম্মী, সুনামগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক রাজা, সিলেট জেলা ক্রীড়া অফিসার ও উক্ত টুর্ণামেন্টর সদস্য-সচিব মো. নূর হোসেন, হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলা ক্রীড়া অফিসার মাজহারুল মজিদ, সুনামগঞ্জ জেলা ক্রীড়া অফিসার মো. আল আমিন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিলেট জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার অফিস সেক্রেটারী বিপুল চন্দ্র তালুকদার।
এএন/০৫