ফ্রান্সের বিপক্ষে রাতে পর্তুগালের অগ্নিপরীক্ষা

ক্রীড়া প্রতিবেদক


জুন ২৩, ২০২১
০১:০৪ অপরাহ্ন


আপডেট : জুন ২৩, ২০২১
০১:০৪ অপরাহ্ন



ফ্রান্সের বিপক্ষে রাতে পর্তুগালের অগ্নিপরীক্ষা
ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ ২০২০


ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের গ্রুপপর্বের লড়াই আজ শেষ হচ্ছে। কিন্তু বর্তমান চ্যাম্পিয়ন ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল রয়েছে অনিশ্চয়তার মধ্যে। আদৌ শেষ ষোলোয় ওঠা সম্ভব না গ্রুপপর্ব থেকেই বিদায় সেটা জানার জন্য অপেক্ষা করতে ম্যাচ শেষ হওয়া পর্যন্ত।

চ্যালেঞ্জটা অত্যন্ত কঠিন। তবে অসম্ভব নয়। গ্রুপপর্বের শেষ ম্যাচে পর্তুগালের প্রতিপক্ষ গত আসরের ফাইনালিস্ট ফ্রান্স। ফিফা র্যাঙ্কিং আর অতীত পরিসংখ্যানে রোনালদোদের চেয়ে এগিয়ে এমবাপেরা। সবকিছু মিলিয়ে আজ ফ্রান্সের বিপক্ষে অগ্নিপরীক্ষায় নামতে হচ্ছে পর্তুগালকে। টুর্নামেন্টে টিকে থাকতে হলে ম্যাচে হার এড়ানো ছাড়া বিকল্প নেই পর্তুগালের।

২০১৬ সালের গোটা আসরে দুর্দান্ত খেলেও ফাইনালে পর্তুগালের কাছে ১-০ গোলে হেরে শিরোপা হারানোর বেদনায়ক স্মৃতি আজও তাজা ফরাসিদের মনে। এবার গ্রুপ পর্বেই ফাইনালের প্রতিশোধ নেওয়ার সুযোগ পেলো বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স। আজ রাত ১টায় হাঙ্গেরির বুদাপেস্টের পুসকাস অ্যারেনা স্টেডিয়ামে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের মুখোমুখি হবে বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স। চলতি ইউরো আসরে উড়ন্ত সূচনা করেছিল পর্তুগাল।

তবে জয়ের ধারাবাহিকতা অব্যাহত রাখতে পারেনি পরের ম্যাচে। হাঙ্গেরির বিপক্ষে দাপুটে ৩-০ গোলের জয়ের পর জার্মানির কাছে নাকানিচুবানি খেতে হয় ক্রিশ্চিয়ানো রোনালদোদের। পর্তুগিজ অধিনায়কের গোলে এগিয়ে যাওয়ার পর খেই হারিয়ে ফেলে বর্তমান চ্যাম্পিয়নরা। জার্মানির ক্ষুরধার আক্রমণের কাছে ৪ বার পরাস্ত হয় ফার্নান্দো সান্তোসের রক্ষণভাগ। এমধ্যে রয়েছে দু'টি আত্মঘাতি গোল। এরপর অবশ্য একটি গোল পরিশোধ করে পর্তুগাল। ৪-২ গোলের হারের স্মৃতি নিয়ে মাঠে নামবে পর্তুগিজরা। অপরপক্ষে প্রথম ম্যাচে জার্মানির ম্যাটস হামেলসের আত্মঘাতী গোলে জয় পায় ফ্রান্স। দ্বিতীয় ম্যাচে হাঙ্গেরির বিপক্ষে দাপট দেখিয়েও হারতে বসেছিল ফরাসিরা। ১-০ গোলে পিছিয়ে থাকার পর ম্যাচের শেষ মুহূর্তে অঁতোয়ান গ্রিজম্যানের গোলে হার এড়ায় দলটি। ফিফা র‌্যাঙ্কিংয়ে ফ্রান্সের চেয়ে ৩ ধাপ পেছনে পর্তুগাল। ফ্রান্স দুইয়ে, পর্তুগালের অবস্থান পাঁচে।

আজরে ম্যাচে যদি ফ্রান্স ড্র করে, তাহলেই রোনালদোরা পৌঁছে যাবে শেষ ষোলোয়। কিন্তু  ফ্রান্সকে হারাতে পারলে সরাসরি নকআউটে উঠবে পর্তুগাল। পর্তুগাল যদি ফ্রান্সের কাছে হেরে যায় আর অঘটন ঘটিয়ে যদি জার্মানিকে হারায় হাঙ্গেরি, তাহলে গ্রুপ থেকেই বিদায় নিতে হবে বর্তমান চ্যাম্পিয়ন পর্তুগালকে।

এএন/০৬