খেলা ডেস্ক
জুন ২৩, ২০২১
০৮:৫৪ অপরাহ্ন
আপডেট : জুন ২৩, ২০২১
০৮:৫৪ অপরাহ্ন
দুই দফা পিছিয়ে পড়া জার্মানি পড়েছিল বিদায়ের শঙ্কায়। তবে শেষদিকের গোলে টিকে ২০২০ ইউরোতে গেল তারা। হাঙ্গেরিকে বিদায় করে ইওয়াখিম লুভের শিষ্যরা পেল শেষ ষোলোর টিকিট।
বুধবার (২৩ জুন) রাতে ‘এফ’ গ্রুপের ম্যাচে নিজেদের মাঠে মিউনিখের আলিয়াঞ্জ অ্যারেনায় হাঙ্গেরির সঙ্গে রোমাঞ্চকর লড়াইয়ে ২-২ গোলে ড্র করেছে জার্মানরা।
প্রথমার্ধে অ্যাডাম সালাই হাঙ্গেরিকে এগিয়ে নেওয়ার পর দ্বিতীয়ার্ধে জার্মানি সমতায় ফেরে কাই হাভার্টজের গোলে। অল্প সময়ের ব্যবধানে আন্ড্রাস শাফার ফের হাঙ্গেরিকে লিড এনে দিলেও তা ধরে রাখতে পারেনি দলটি। বদলি নামা লিয়ন গোরেটস্কা ৮৪তম মিনিটে হাসি ফোটান স্বাগতিকদের মুখে।
তিন ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে মুখোমুখি লড়াইয়ে এগিয়ে থেকে গ্রুপ রানার্সআপ হিসেবে নকআউটে উঠেছে জার্মানি। ২ পয়েন্ট নিয়ে ছিটকে গেছে আসরজুড়ে বিনোদনদায়ী ফুটবল খেলা হাঙ্গেরি।
হাঙ্গেরির বুদাপেস্টে ‘এফ’ গ্রুপের টানটান উত্তেজনাপূর্ণ আরেক ম্যাচে একই ব্যবধানে ড্র করেছে ফ্রান্স ও পর্তুগাল। ফ্রান্সের পক্ষে করিম বেনজেমা ও পর্তুগালের পক্ষে ক্রিস্তিয়ানো রোনালদো করেন জোড়া গোল।
৫ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স। ইউরোর শিরোপাধারী পর্তুগাল অর্জন করেছে ৪ পয়েন্ট। তারা মুখোমুখি লড়াইয়ে পিছিয়ে থেকে হয়েছে তৃতীয়। তারাও জায়গা পেয়েছে পরের পর্বে।
আরসি-০২