কলম্বিয়ার বিপক্ষে ব্রাজিলের ঘাম ঝরানো জয়

ক্রীড়া প্রতিবেদক


জুন ২৪, ২০২১
০১:১৬ পূর্বাহ্ন


আপডেট : জুন ২৪, ২০২১
০১:১৬ পূর্বাহ্ন



কলম্বিয়ার বিপক্ষে ব্রাজিলের ঘাম ঝরানো জয়
কোপা আমেরিকা ২০২১


কোপা আমেরিকায় কলম্বিয়ার বিপক্ষে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত ঘাম ঝরানো জয় পেয়েছে ব্রাজিল। ম্যাচের ১০ মিনিটেই পাল্টা আক্রমন থেকে লইস দিয়াজের গোলে এগিয়ে গিয়েছিল বলম্বিয়া। ৭৮ মিনিটে ব্রাজিলকে সমতায় ফেরান বদলি খেলোয়াড় রবার্ত ফিরমিনো। ম্যাচ শেষের বাঁশি বাজার আগ মুহূর্তে ব্রাজিলের কেসিমেরু করেন জয়সূচক গোলটি।

কলম্বিয়া কোচ রেইনালদো রুয়েদা ম্যাচের আগে বলেছিলেন, নেইমারকে আটকানো সহজ কাজ নয়। কিন্তু বাস্তবতা হচ্ছে কঠিন এই কাজটাই খুব সুন্দরভাবে করতে পেরেছে রুয়েদার খেলোয়াড়েরা। আর নেইমারকে বোতলবন্দি করেও রক্ষা হয়নি কলম্বিয়ার।

বুধবার রাতে রিও ডি জেনিরোর স্তাদিও অলিম্পিকো নিলতন সান্তোসে ম্যাচে নেইমার নিষ্প্রভ থাকায় দলকে জয়ের জন্য শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে। 

নেইমারকে মাঠের খেলায় আটকে রাখা সম্ভব, কিন্তু কর্নার, ফ্রি-কিকে ঝলক দেখানো থেকে তো আর আটকে রাখা যায় না। ম্যাচের একদম শেষ মুহূর্তে দুর্দান্ত একটি কর্নার নিলেন নেইমার। তাঁর সেই কর্নার থেকে কাসেমিরোর হেডে করা গোলেই ম্যাচটি জেতে ব্রাজিল। 

তবে ফিরমিনোর গোল নিয়ে জোর আপত্তি তুলেছে কলম্বিয়া। লোদি ক্রস করার আগে বল রেফারির গায়ে লেগেছিল, এখানেই আপত্তি তাদের। রেফারি অনেকক্ষণ বিষয়টি নিয়ে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির সঙ্গে কথা বলেন। এ সময় দুই দলের খেলোয়াড়েরাই তাঁকে চাপ প্রয়োগ করতে থাকে। শেষ পর্যন্ত অবশ্য গোলের সিদ্ধান্তই বহাল থাকে।

টানা তিন জয়ে শীর্ষে থাকা ব্রাজিলের পয়েন্ট ৯। এক ম্যাচ বেশি খেলে ৪ পয়েন্ট কলম্বিয়ার। গ্রুপের অপর ম্যাচে ইকুয়েডর ও পেরু ২-২ গোলে ড্র করেছে।

এএন/০১