ক্রীড়া প্রতিবেদক
জুন ২৪, ২০২১
০২:৪৪ পূর্বাহ্ন
আপডেট : জুন ২৪, ২০২১
০৫:১৯ পূর্বাহ্ন
ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের গ্রুপপর্ব শেষ হয়েছে গত রাতে। আজ ও কাল ম্যাচ নেই। দুই দিন বিরতি দিয়ে শুরু হচ্ছে নকআউটপর্ব। ২৪ দলের শ্রেষ্ঠত্বের লড়াই থেকে বিদায় নিয়েছে আট দল। টিকে রইল ১৬টি। ১৬ দলের হারলেই বিদায়পর্ব শুরু হবে ২৬ জুন থেকে।
এই পর্বের এক প্রান্তে রয়েছে বেলজিয়াম, পর্তুগাল, ইতালি, ফ্রান্স, স্পেন, ক্রোয়েশিয়া, অস্ট্রিয়া ও সুইজারল্যান্ড। এই ৮ দলের ৫টিই প্রায় সমশক্তির হওয়ায় তাদের ফাইনালে যেতে হলে একে অন্যের কঠিন চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে।
শিরোপা প্রত্যাশি ইংল্যান্ড, জার্মানি ও নেদারল্যান্ডস রয়েছে সহজ প্রান্তে। এই প্রান্তের বাকি ৫ দল হচ্ছে সুইডেন, চেক রিপাবলিক, ওয়েলস, ডেনমার্ক ও ইউক্রেন। এই আট দলের একটি খেলবে ফাইনাল।
নকআউটপর্বে বর্তমান চ্যাম্পিয়ন পর্তুগালকে মোকাবেলা করতে হবে ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা বেলজিয়ামকে। জার্মানিকে খেলতে হবে ইংল্যান্ডের বিপক্ষে। এই পর্বে ইতালি খেলবে অস্ট্রিয়ার বিপক্ষে, ফ্রান্সের প্রতিপক্ষ সুইজারল্যান্ড, স্পেন মোকাবেলা করবে ক্রোয়েশিয়াকে। নেদারল্যান্ডসের বিপক্ষে খেলবে চেক রিপাবলিক, ডেনমার্ক মোকাবেলা করবে ওয়েলসকে ও সুইডেনের প্রতিপক্ষ ইউক্রেন।
গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছে- পোল্যান্ড, স্লোভাকিয়া, ফিনল্যান্ড, হাঙ্গেরি, স্কটল্যান্ড, নর্থ মেসিডোনিয়া, তুরস্ক ও রাশিয়া।
নকআউট পর্বের খেলার সময়সূচী
২৬ জুন রাত ১০টায় ডেনমার্ক-ওয়েলস, রাত ১টায় ইতালি-অস্ট্রিয়া
২৭ জুন রাত ১০টায় নেদারল্যান্ডস-চেক রিপাবলিক, রাত ১টায় পর্তুগাল-বেলজিয়াম
২৮ জুন রাত ১০টায় ক্রোয়েশিয়া-স্পেন, রাত ১টায় ফ্রান্স-সুইজারল্যান্ড
২৯ জুন রাত ১০ টায় ইংল্যান্ড-জার্মানি, রাত ১টায় ইউক্রেন-সুইডেন
এএন/০২