সিলেট স্টেডিয়ামে খেলবে জর্ডান ও ইরান

খেলা ডেস্ক


জুন ২৪, ২০২১
০১:০৯ অপরাহ্ন


আপডেট : জুন ২৪, ২০২১
০১:২৫ অপরাহ্ন



সিলেট স্টেডিয়ামে খেলবে জর্ডান ও ইরান
মহিলা এশিয়া কাপ ফুটবল


সিলেট স্টেডিয়ামে খেলতে আসবে জর্ডান ও ইরান জাতীয় মহিলা ফুটবল দল। আসন্ন মহিলা এশিয়া কাপ ফুটবলের বাছাইয়ে বাংলাদেশের সঙ্গে জি গ্রুপে রয়েছে এ দু'টি দল। গ্রুপের স্বাগতিক বাংলাদেশ। 

স্বাগতিক হিসেবে বাংলাদেশের বঙ্গবন্ধু স্টেডিয়ামে খেলা হওয়ার কথা। ১২-২৫ সেপ্টেম্বরের মধ্যে হবে বাছাইয়ের গ্রুপের ম্যাচগুলো। এই সময়ে বঙ্গবন্ধু স্টেডিয়াম পাওয়া না গেলে সেক্ষেত্রে তো সিলেট স্টেডিয়াম ছাড়া আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের তেমন বিকল্পও নেই বলে জানান, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের মহিলা উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ। তিনি বলেন, ঢাকা থেকে সিলেটে ভেন্যু স্থানান্তর হলে আবার এএফসির অনুমতি নিতে হবে।’ তিন দলের গ্রুপ পড়ায় বাংলাদেশে ম্যাচ তিনটি। বাংলাদেশ এএফসির সঙ্গে আলোচনা করে সুবিধাজনক সময়ে ম্যাচ তিনটি আয়োজনের সূচি নির্ধারণ করবে।

আজ (বৃহস্পতিবার) এশিয়ান ফুটবল কনফেডারেশনের সদর দপ্তরে ড্র অনুষ্ঠিত হয়। ২৮ দল এশিয়া কাপ বাছাইয়ে অংশ নিচ্ছে। চারটি গ্রুপে চারটি করে দল, অন্য চার গ্রুপে তিনটি করে দল। আট গ্রুপের চ্যাম্পিয়ন দল এশিয়া কাপে খেলার সুযোগ পাবে।

এই আট দলের সঙ্গে গতবারের চ্যাম্পিয়ন ও রানারআপ জাপান, অস্ট্রেলিয়া এবং তৃতীয় স্থান অধিকারী চীন সরাসরি খেলার সুযোগ পাচ্ছে। ভারত স্বাগতিক হিসেবে সরাসরি খেলবে। আগামী বছর জানুয়ারি ২০ থেকে ফেব্রুয়ারি ৬ পর্যন্ত ১২ দল নিয়ে হবে এশিয়া কাপের মূল আসর।

এএন/০৩