খেলা ডেস্ক
জুন ২৪, ২০২১
০১:২৪ অপরাহ্ন
আপডেট : জুন ২৪, ২০২১
০১:২৫ অপরাহ্ন
ইউরোপিয়ান ক্লাব ফুটবলের অ্যাওয়ে গোলের সুবিধা অবশেষে বাতিল করল উয়েফা। আগামী মৌসুম থেকে থাকছে না অ্যাওয়ে গোলের সুবিধা। আজ (বৃহস্পতিবার) এক আনুষ্ঠানিক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে উয়েফা।
উয়েফা ক্লাব কম্পিটিশন কমিটি ও উয়েফা ও ‘ম্যান ফুটবল কমিটি এই সুপারিশ করেছিল। যার পরিপ্রেক্ষিতে উয়েফার কার্যনির্বাহী কমিটি তাদের সব ধরনের টুর্নামেন্ট থেকে অ্যাওয়ে গোলের সুবিধা বাতিলের সিদ্ধান্ত নেয়। ২০২১-২২ মৌসুম থেকেই এই সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানিয়েছে সংস্থাটি।
উয়েফার নক আউট পর্বে দুই লেগে যদি দুই দলের জয় ও গোল ব্যবধান সমান হতো। তখন মূলত অ্যাওয়ে গোলের হিসাবে যে এগিয়ে থাকত, ওই ক্লাবই চলে যেত পরের পর্বে। দুই দল যদি হোম ও অ্যাওয়ে ম্যাচেও একই গোল ব্যবধান থাকত, তখন হতো টাইব্রেকার।
নতুন নিয়ম অনুযায়ী দুই দল সমান সমান হলে খেলা হবে অতিরিক্ত ৩০ মিনিট। সেখানেও জয়ী দল নির্ধারণ করা না গেলে তখন হবে টাইব্রেকার।
এই বিষয়ে উয়েফা প্রেসিডেন্ট আলেক্সান্দার সেফেরিন বলেছেন, ‘১৯৬৫ সাল থেকে উয়েফা প্রতিযোগিতায় অ্যাওয়ে গোলের নিয়ম যুক্ত হয়েছে। তবে গত কয়েক বছর ধরে উয়েফা বৈঠকে এটি বাদ দেওয়ার ব্যাপারে কথা উঠে। সবাই একমত না হলেও অনেক কোচ, ভক্ত ও অন্য ফুটবল স্টেকহোল্ডাররা এটি নিয়ে প্রশ্ন তুলেছেন এবং এই নিয়ম বাদ দেওয়ার বিষয়ে নিজের মত দিয়েছেন।’
এএন/০৪