ক্রীড়া প্রতিবেদক
জুন ২৫, ২০২১
০১:২১ অপরাহ্ন
আপডেট : জুন ২৫, ২০২১
০৩:২৪ অপরাহ্ন
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে সিলেট বিভাগীয় পর্যায়ে আয়োজিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবলে (অনূর্ধ্ব-১৭ বালক) চ্যাম্পিয়ন হয়েছে সিলেট জেলা দল ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবলে (অনূর্ধ্ব-১৭ বালিকা) চ্যাম্পিয়ন হয়েছে হবিগঞ্জ জেলা দল।
গতকাল শুক্রবার সিলেট জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত বঙ্গবন্ধু গোল্ডকাপের ফাইনালে সিলেট জেলা ৩-১ গোলে হবিগঞ্জ জেলাকে হারিয়েছে। বঙ্গমাতা গোল্ডকাপের ফাইনালে হবিগঞ্জ জেলা ৩-২ গোলে সিলেট জেলাকে হারিয়েছে। ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার মো. খলিলুর রহমান।
সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) ও টুর্নামেন্ট কমিটির আহবায়ক জাকারিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহম্মেদ, সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম, হবিগঞ্জের জেলা প্রশাসক ইশরাত জাহান, সিলেট সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ, সিলেট জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন ও বাফুফের কার্যনির্বাহী সদস্য, সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দিন আহমদ সেলিম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ. এইচ.এম. মাহফুজুর রহমান, হবিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বিজেন ব্যানার্জী, সিলেট জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম-সম্পাদক হানিফ আলম চৌধুরী, কার্যনির্বাহী সদস্য দীপাল কুমার সিংহ ও সমর চৌধুরী, সিলেট জেলা ক্রীড়া অফিসার ও টুর্নামেন্ট কমিটির সদস্য-সচিব মো. নূর হোসেন, হবিগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন কলি, হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলা ক্রীড়া অফিসার মো. মাজহারুল মজিদ, সিলেট বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক হাসিনা মহিউদ্দিন ও কোষাধ্যক্ষ সাবিনা সুলতানা, সিলেট জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মারিয়ান চৌধুরী মাম্মী, সিলেট জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী সদস্য মাসুক আহমদ ও মো. সিরাজ উদ্দিন, বিয়ানীবাজার উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. ইসলাম উদ্দিন, জৈন্তাপুর উপজেলা ফুটবল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট কামাল আহমদ।
ম্যান অব দ্যা ফাইনাল (বালিকা) : সুরভী রায় (হবিগঞ্জ), ম্যান অব দ্যা ফাইনাল (বালক) : আসাদ উদ্দিন (সিলেট), সর্বোচ্চ গোলদাতা (বালিকা) : হেলন (সিলেট), সর্বোচ্চ গোলদাতা (বালক) : অনিক দেব বর্মা (হবিগঞ্জ), ম্যান অব দ্যা টুর্নামেন্ট (বালিকা) : তনুশ্রী ঘোষ (হবিগঞ্জ), ম্যান অব দ্যা টুর্নামেন্ট (বালক) : রাহাত (সিলেট)
এএন/০৪