নেদারল্যান্ডসের বিদায়, শেষ আটে চেক রিপাবলিক

ক্রীড়া প্রতিবেদক


জুন ২৮, ২০২১
০২:৩৯ পূর্বাহ্ন


আপডেট : জুন ২৮, ২০২১
০২:৩৯ পূর্বাহ্ন



নেদারল্যান্ডসের বিদায়, শেষ আটে চেক রিপাবলিক
ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ ২০২০


ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের শেষ ষোলোর লড়াইয়ে নেদারল্যান্ডসকে ২-০ গোলে হারিয়ে শেষ আটে উঠেছে চেক রিপাবলিক। এই দুই দলের ফুটবল ম্যাচে ইতিহাস চেক রিপাবলিকের সঙ্গেই ছিল। নেদারল্যান্ডসের বিপক্ষে বরাবরই দুর্দান্ত তারা। সে ধারা ধরে রাখল কালকের ম্যাচেও। দারুণ জয়ে কোয়ার্টার ফাইনালে ১৯৯৬ সালের ফাইনালিস্টরা।

রবিবার রাতে হাঙ্গেরির পুসকাস অ্যারেনায় নেদারল্যান্ডসকে ২-০ গোলে হারায় চেক রিপাবলিক। ম্যাচের দুটি গোলই হয় দ্বিতীয়ার্ধে। থমাস হোলস দলকে এগিয়ে দেওয়ার পর ব্যবধান বাড়ান প্যাট্রিক চিক।

এই হারে শেষ ১৬ বছরে চেকের বিপক্ষে জয়শূন্য ডাচরা। সব ২০০৫ সালে জিতেছিল দলটি। সব শেষ ছয় মোকাবেলায় এটা চেকের চতুর্থ জয়। 

৫৫ মিনিটে মাতাইস ডি লিখটের লাল কার্ডই ম্যাচ বদলে দিয়েছে। তবে ম্যাচের শুরু থেকেই গোল করার মতো একাধিক সুযোগতৈরি করেছে চেক। প্রথমার্ধে কয়েকটি হাফচান্স ছাড়া কিছুই করতে পারেনি ডাচরা। অন্যদিকে এ অর্ধেই একাধিক গোল পেতে পারতো চেক।

৫২তম মিনিটে অবিশ্বাস্য এক মিস করেছেন ডাচরা তারকা ডোনিয়েল মালান। দুই ডিফেন্ডারকে কাটিয়ে গোলরক্ষককে একা পেয়েে গোল করতে ব্যর্থ হন তিনি। আশেপাশে ছিলেন না প্রতিপক্ষের কোনো খেলোয়াড়। গোলরক্ষককে কাটাতে গিয়ে অসাধারণ এক সেভ করেন গোলরক্ষক থমাস ভাসলিক। এ সুযোগ ছাড়া আর তেমন কোনো ভীতি ছাড়তে পারেনি ডাচরা।

কোয়ার্টার ফাইনালে কঠিন প্রতিপক্ষই পাচ্ছে চেক। আগামী শনিবার ডেনমার্কের বিপক্ষে খেলবে তারা। প্রথম দুটি ম্যাচ হারার পর ঘুরে দাঁড়িয়ে রীতিমতো উড়ছে ১৯৯২ সালের চ্যাম্পিয়নরা।

এএন/০১