ব্রাজিল পেল চিলিকে, আর্জেন্টিনার প্রতিপক্ষ ইকুয়েডর

ক্রীড়া প্রতিবেদক


জুন ২৯, ২০২১
০৬:৫৮ অপরাহ্ন


আপডেট : জুন ২৯, ২০২১
০৭:০০ অপরাহ্ন



ব্রাজিল পেল চিলিকে, আর্জেন্টিনার প্রতিপক্ষ ইকুয়েডর
কোপা আমেরিকা


কোপা আমেরিকার কোয়ার্টার-ফাইনালের লাইনআপ চূড়ান্ত হয়েছে। শিরোপাধারী ব্রাজিল সেরা আটে লড়বে চিলির বিপক্ষে। আর্জেন্টিনা প্রতিপক্ষ হিসেবে পেয়েছে ইকুয়েডরকে।

গ্রুপ পর্বের শেষ রাউন্ডের খেলায় বাংলাদেশ সময় সোমবার সকালের ম্যাচে বলিভিয়াকে ৪-১ গোলে উড়িয়ে দেয় আর্জেন্টিনা। প্যারাগুয়ের বিপক্ষে ১-০ গোলে জেতে কোপা আমেরিকার সফলতম দল উরুগুয়ে।

চার ম্যাচে তিন জয় ও এক ড্রয়ে ১০ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের সেরা হয়েছে আর্জেন্টিনা। আগামী রবিবার চতুর্থ কোয়ার্টার-ফাইনালে ইকুয়েডরের বিপক্ষে খেলবে প্রতিযোগিতার দ্বিতীয় সর্বোচ্চ ১৪বারের চ্যাম্পিয়নরা। তিন ড্রয়ে ৩ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপে চতুর্থ হয়েছে ইকুয়েডর।

আর্জেন্টিনার মতোই তিন জয় ও এক ড্রয়ে ১০ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপের সেরা হয়েছে ব্রাজিল। মুকুট ধরে রাখার মিশনে নামা তিতের দল আগামী শনিবার চিলির বিপক্ষে খেলবে। ২০১৫ ও ২০১৬ সালের আসরে আর্জেন্টিনাকে হারিয়ে শিরোপা জেতা চিলি এবার ভালো করতে পারছে না। এক জয় ও দুই ড্রয়ে ৫ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের চতুর্থ দল হিসেবে সেরা আটে এসেছে তারা।

আগামী শনিবার ভোর তিনটায় গোইয়ানিয়ার অলিম্পিকো স্টেডিয়ামে কোয়ার্টার-ফাইনালে ‘বি’ গ্রুপের রানার্সআপ পেরু মুখোমুখি হবে ‘এ’ গ্রুপের তৃতীয় হওয়া প্যারাগুয়ের।

ব্রাসিলিয়ার মানে গারিঞ্চা স্টেডিয়ামে আগামী রবিবার তৃতীয় কোয়ার্টার-ফাইনালে কলম্বিয়ার প্রতিপক্ষ প্রতিযোগিতার সর্বোচ্চ ১৫বারের চ্যাম্পিয়ন উরুগুয়ে। 

গ্রুপ পর্ব থেকে ছিটকে গেছে বলিভিয়া ও ভেনেজুয়েলা।

এএন/০৪