খেলা ডেস্ক
জুন ২৯, ২০২১
০৮:২৯ অপরাহ্ন
আপডেট : জুন ২৯, ২০২১
০৮:২৯ অপরাহ্ন
ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের শেষ ষোলোর শেষ ম্যাচে নাটকীয় জয়ে শেষ দল হিসেবে শেষ আটে পা রাখল ইউক্রেন। অতিরিক্ত সময়ের শেষ মুহূর্তের গোলে তারা ২-১ গোলে হারিয়েছে সুইডেনকে।
গ্লাসগোর দ্বিতীয় রাউন্ডের ম্যাচে জমজমাট ফুটবল লড়াই উপহার দিয়েছে দু'দল। আক্রমণ–পাল্টা আক্রমণ, গোল–পাল্টা গোল, কখনো গোলরক্ষক, কখনো পোস্টের বাধা হওয়া, লাল কার্ড, অতিরিক্ত সময়ে গড়ানো ম্যাচের অতিরিক্ত সময় শেষে যোগ করা সময়ের গোলে জয় পায় ইউক্রেন।
নকআউট পর্বের ম্যাচ। এক দলকে জিততেই হবে, বিদায় নিতে হবে আরেক দলকে। সেই ম্যাচ ২–১ গোলে জিতে কোয়ার্টার ফাইনালে উঠেছে ইউক্রেন। ৩ জুলাই রোমে শেষ আটে ইংল্যান্ডের বিপক্ষে খেলবে দলটি।
নব্বই মিনিটে ১–১ গোলে সমতায় ছিল ম্যাচ। অতিরিক্ত সময়ের শেষ ২২ মিনিটে ১০ জন নিয়ে খেলা সুইডেন ম্যাচটিতে টাইব্রেকারে নিয়েই গিয়েছিল। কিন্তু ১২০ মিনিটেরও পরে যোগ করা সময়ে ইউক্রেনের বদলি খেলোয়াড় আর্তেম দোভবিক জিনচেঙ্কোর দারুণ এক ক্রস থেকে হেডে করা গোলে দলকে শেষ আটে নিয়ে যান।
এএন/০৩