ফাইনালের আগে ব্রাজিল-আর্জেন্টিনা মুখোমুখি হচ্ছে না

খেলা ডেস্ক


জুন ৩০, ২০২১
০৮:১০ অপরাহ্ন


আপডেট : জুন ৩০, ২০২১
০৮:১০ অপরাহ্ন



ফাইনালের আগে ব্রাজিল-আর্জেন্টিনা মুখোমুখি হচ্ছে না
কোপা আমেরিকা


কোপা আমেরিকায় ফাইনালের আগে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল ও আর্জেন্টিনা মুখোমুখি হচ্ছে না। গ্রুপ পর্বে দু'দল শীর্ষ থাকায় এই লাইনআপ হয়েচে। আগামীকাল শুক্রবার দিবাগত রাত থেকে শুরু হচ্ছে কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনাল। শেষ আটে স্বাগতিক ব্রাজিলের মুখোমুখি হবে চিলি। অন্যদিকে আর্জেন্টিনার প্রতিপক্ষ ইকুয়েডর। আসরে কোন দল সাফল্য পাবে তা নিয়ে চলছে জোর আলোচনা।  

শেষ আটের বর্তমান অবস্থা অনুযায়ী, সেমিফাইনালে দেখা হতে পারে দুই ফেভারিট আর্জেন্টিনা ও উরুগুয়ের। 

বলিভিয়াকে ৪-১ গোলে হারিয়ে গ্রুপসেরা হয়ে আর্জেন্টিনা কোয়ার্টার ফাইনালে ওঠে। প্রতিপক্ষ হিসেবে তারা পেয়েছে ইকুয়েডরকে। অবশ্য টুর্নামেন্টে এখনো জয়ের দেখা পায়নি ইকুয়েডর। স্বাগতিক ব্রাজিলকে ১-১ গোলে রুখে দিয়ে শেষ আটে ওঠে তারা।

আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি বলেন, ‘ইকুয়েডর খুবই ভালো দল। তারা নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছে। তারুণ্য নির্ভর এই দলটিকে মোটেও হালকাভাবে দেখার অবকাশ নেই।’ ইকুয়েডরকে হারাতে পারলে সেমিতে তারা পাবে উরুগুয়ে অথবা কলম্বিয়াকে। দুটি দলের বিপক্ষেই আর্জেন্টিনাকে বেশ প্রতিরোধের মুখে পড়তে হবে।

এখন পর্যন্ত কোপা আমেরিকায় ১৫টি শিরোপা জিতেছে উরুগুয়ে। তারা সর্বশেষ শিরোপা ঘরে তুলেছে ২০১১ সালে। শিরোপা খরায় থাকা আর্জেন্টিনা ১৯৯৩ সালে সর্বশেষ শিরোপা জিতছে।

এবার দশম শিরোপা জয়ের হাতছানি ব্রাজিলের সামনে। নকআউট পর্বে তারা মুখোমুখি হবে চিলির সঙ্গে। গ্রুপ পর্বে শুধু বলিভিয়ার বিপক্ষে জিতেছে চিলি। তবে ইনজুরির কারণে গ্রুপ পর্বে খেলতে না পারা স্ট্রাইকার সানচেজের ফেরা দলটির বাড়তি শক্তি যোগ হবে।

শেষ আটে চিলির বিপক্ষে জয় পেলে সেমিফাইনালে পেরু অথবা প্যারাগুয়েকে প্রতিপক্ষ হিসেবে পাবে বর্তমান চ্যাম্পিয়ন ব্রাজিল। গত ৮ জুন বিশ্বকাপ বাছাইপর্বে প্যারাগুয়ের বিপক্ষে তাদের মাটিতেই ২-০ গোলে জিতেছিল নেইমারের দল। আর কোপা আমেরিকার গ্রুপ পর্বে পেরুকে ৪-০ গোলে হারায় তারা।

তারিখ               বাংলাদেশ সময়            ম্যাচ                            ভেন্যু

০৩/০৭/২১            ভোর ৩টা                পেরু-প্যারাগুয়ে                অলিম্পিকো, গোইয়ানিয়া

০৩/০৭/২১            ভোর ৬টা                ব্রাজিল-চিলি                    নিল্তন সান্তোস, রিও ডি জেনেইরো

০৪/০৭/২১            ভোর ৪টা                 উরুগুয়ে-কলম্বিয়া              মানে গারিঞ্চা, ব্রাসিলিয়া

০৪/০৭/২১            সকাল ৭টা               আর্জেন্টিনা-ইকুয়েডর           অলিম্পিকো, গোইয়ানিয়া

এএন/০৮