বাফুফের হেড অফ মিডিয়া অমিত আর নেই

খেলা ডেস্ক


জুন ৩০, ২০২১
০৮:২২ অপরাহ্ন


আপডেট : জুন ৩০, ২০২১
০৮:২২ অপরাহ্ন



বাফুফের হেড অফ মিডিয়া অমিত আর নেই


বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) হেড অফ মিডিয়া আহসান আহমেদ অমিত (৪৩) মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

বুধবার (৩০ জুন) সন্ধ্যায় ৬টা ১০ মিনিটে ভারতের দিল্লির একটি হাসপাতালে তার মৃত্যু হয়েছে। 

দীর্ঘ দিন ধরে কিডনি রোগে আক্রান্ত হয়ে ভারতের চিকিৎসাধীন অবস্থায় ছিলেন অমিত।

করোনা পরিস্থিতিতে বেশকিছু দিন অপেক্ষার পর গেল ২৪ জুন কিডনি প্রতিস্থাপনের জন্য অপারেশন হয় তার। ছয় দিনের মাথায় চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে।

বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের কোষাধ্যক্ষ হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন আহসান আহমেদ অমিত।

জাতীয় দলের টেনিস খেলোয়াড় আশিকুর রহমান পলাশ গণমাধ্যমকে বলেন, ‘টেনিস ফেডারেশনের সহ-সহভাপতি খন্দকার হাসান মুনীর ভাই আমাকে জানালেন, অমিত ভাই আর নেই। আমি মানতে পারছি না। ক্লাস এইটে থাকতে তার সঙ্গে পরিচয়। আমাকে প্রচণ্ড স্নেহ করতেন। ভারতে যাওয়ার আগের দিনও তার অফিসে গিয়ে দেখা করেছিলাম।’

এদিকে হেড অফ মিডিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ফেডারেশনের সভাপতি কাজী মো. সালাউদ্দিন, সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগসহ নির্বাহী কমিটির কর্মকর্তারা।

এএন/০৯