খেলা ডেস্ক
জুলাই ০৪, ২০২১
০১:৪০ পূর্বাহ্ন
আপডেট : জুলাই ০৪, ২০২১
০১:৪০ পূর্বাহ্ন
ইকুয়েডরকে হারিয়ে কোপা আমেরিকার সেমিফাইনালে উঠেছে আর্জেন্টিনা। আজ রবিবার বাংলাদেশ সময় সকাল ৭টায় অনুষ্ঠিত ম্যাচে ৩-০ গোলের জয় পায় মেসিরা।এ ম্যাচেও উজ্জ্বল ছিলেন মহাতারকা লিওনেল মেসি।
ম্যাচের প্রথমার্ধেই এগিয়ে গিয়েছিল আর্জেন্টিনা। ৪০তম মিনিটে দলপতি মেসির পাস থেকে ইকুয়েডরের জালে বল পাঠান রদ্রিগো ডি পল। দ্বিতীয় গোলটি এসেছে ম্যাচের ৮৫তম মিনিটে, মার্টিনেজের পা থেকে। সেই গোলটিও এসেছে মেসির বাড়িয়ে দেওয়া বল থেকে।ইকুয়েডরের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন মেসিই। অতিরিক্ত সময়ে ইকুয়েডরের ডি-বক্সের চেয়ে একটু বাইরে ফ্রি-কিক পায় আর্জেন্টিনা। সেই ফ্রি-কিক থেকে ইকুয়েডরের জালে বল পাঠান মেসি। সেমিফাইনালে কলম্বিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা।
এএন/০৪