পেলে থেকে এক গোল দূরে মেসি

খেলা ডেস্ক


জুলাই ০৪, ২০২১
০৭:৩৭ অপরাহ্ন


আপডেট : জুলাই ০৪, ২০২১
০৭:৩৭ অপরাহ্ন



পেলে থেকে এক গোল দূরে মেসি
কোপা আমেরিকা


আন্তর্জাতিক ফুটবলে ব্রাজিলের কিংবদন্তি পেলে থেকে আর মাত্র একটি গোল দূরে রয়েছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। পেলের গোল সংখ্যা ৭৭টি। ল্যাতিন আমেরিকার ফুটবলারদের  মধ্যে পেলেই সর্বোচ্চ গোলদাতা। তবে পিঁছিয়ে নেই মেসিও। আর্জেন্টাইন অধিনায়কের গোলসংখ্যা এখন ৭৬টি। আর এক গোল করলেই মেসি ছুঁয়ে ফেলবেন কিংবদন্তি পেলেকে।

চলতি কোপা আমেরিকায় দুর্দান্ত ফর্মে রয়েছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। গ্রুপ পর্বের ম্যাচগুলোতে করেছিলেন তিন গোল, দুই অ্যাসিস্ট। আজ রবিবার সকালে কোয়ার্টার ফাইনালে করলেন এক গোল ও দুই অ্যাসিস্ট। ফলে ল্যাতিন আমেরিকার সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হওয়ার দৌঁড়ে আরো এগিয়ে গেলেন মেসি। 

দুই গোল করতে পারলে পেলেকে টপকে মেসিই হয়ে যাবেন ল্যাতিন আমেরিকার সর্বকালের সর্বোচ্চ গোলদাতা। কোপার সেমিফাইনালে কলম্বিয়ার বিপক্ষে খেলবে আর্জেন্টিনা। সে ম্যাচে জোড়া গোল করতে পারলে সেদিনই ছাড়িয়ে যাবেন পেলেকে। তবে গোলের সংখ্যায় পেলে-মেসিকেও ছাড়িয়ে যেতে পারেন নেইমার। ২৯ বছর বয়সী নেইমার ব্রাজিলের হয়ে এরই মধ্যে করে ফেলেছেন ৬৮টি গোল।

এএন/০৫