ভোরে গত আসরের ফাইনালিস্টরা সেমিতে মুখোমুখি

খেলা ডেস্ক


জুলাই ০৬, ২০২১
১২:৩৩ পূর্বাহ্ন


আপডেট : জুলাই ০৬, ২০২১
১২:৩৩ পূর্বাহ্ন



ভোরে গত আসরের ফাইনালিস্টরা সেমিতে মুখোমুখি
কোপা আমেরিকা ২০২১


কোপা আমেরিকার প্রথম সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে গত আসরের দুই ফাইনালিস্ট বর্তমান চ্যম্পিয়ান ব্রাজিল ও রানারআপ পেরু।

ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় আজ মঙ্গলবার ভোর ৫টায়। চলমান এই কোপা আমেরিকার গ্রুপ পর্বে পেরুর মুখোমুখি হয়েছে তিতের শিষ্যরা। সেই ম্যাচে সেলেসাওরা ৪-০ গোলে উড়িয়ে দিয়েছিল পেরুকে। 

তবে অতীত পরিসংখ্যানে ব্রাজিলের চেয়ে যোজন যোজন পিছিয়ে আছে পেরু। সেলেসাওদের বিপক্ষে এখন পর্যন্ত ৪৬ বার মাঠে নেমেছে দলটি, যার মধ্যে বেশি সংখ্যক ৩৩ টি ম্যাচ জিতেছে ব্রাজিল। আর পেরু জিতেছে মাত্র ৫টি ম্যাচে। তবে ব্রাজিলের সাথে ৮টি ম্যাচ ড্র করতে সক্ষম হয়ছে পেরু। কোপা আমেরিকায় পেরুর বিপক্ষে ব্রাজিলের অতীত পরিসংখ্যানও বেশ ভালো। কোপায় এখন পর্যন্ত ১২টি ম্যাচে ব্রাজিল বিপক্ষে মাঠে নেমেছে পেরু। তার মধ্যে সেলেসাওরা জিতেছে ৮টি ম্যাচ। আর পেরুর জয় মাত্র ২টি। বাকি দুইটি ম্যাচ ড্র। ২০১৯ কোপা আমেরিকার ফাইনালে দুই দল মুখোমুখি হয়েছিল। পেরুকে ৩-১ গোলে হারিয়ে ব্রাজিল সহজেই চ্যাম্পিয়ন হয়।

চলমান কোপা আমেরিকার ফাইনলা ম্যাচটি হবে মারাকানায়। আর আজ (৬ জুলাই) সেমিফাইনালের ম্যাচটি হবে রিও ডি জেনারিওতে। এখন দেখার বিষয় শক্তিশালি ব্রাজিলকে কেমন চ্যালেঞ্জ জানাতে পারে পেরু? উত্তরটা পাওয়া যাবে ভোরের ম্যাচ শেষে।

এএন/০৩