কোপা আমেরিকায় চ্যাম্পিয়ন আর্জেন্টিনা

খেলা ডেস্ক


জুলাই ১১, ২০২১
০৯:১৫ পূর্বাহ্ন


আপডেট : জুলাই ১১, ২০২১
০৯:১৫ পূর্বাহ্ন



কোপা আমেরিকায় চ্যাম্পিয়ন আর্জেন্টিনা
কোপা আমেরিকা ২০২১


কোপা আমেরিকার ফাইনালে ব্রাজিলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনা। এই জয়ে  

২৮ বছরের শিরোপা খরা কাটল দলটির। ব্রাজিলের ফুটবলতীর্থ মারাকানায় আজ সকালে অনুষ্ঠিত ম্যাচে ডি মারিয়ার একমাত্র গোলে ব্রাজিলকে হারিয়েছে মেসিরা।

ম্যাচের ২১ মিনিটে মাঝমাঠ থেকে রদ্রিগো দি পলের চোখধাঁধানো পাস ধরে দারুণ চিপে বল জালে জড়ান দি মারিয়া। ম্যাচ শেষে নেইমার-মেসি দুজনই কাঁদলেন। নেইমারের কান্নাটা তাঁর ব্রাজিলের হয়ে শিরোপা জিততে না পারা। মেসির কান্নায় জুড়ে আছে অনেক কষ্টের শেষে সব পাওয়ার স্বর্গীয় আনন্দ।

কাগজে-কলমের সব হিসাব ম্যাচের ফলাফল উল্টোটাই হওয়ার আভাস দিয়েছিল। ব্রাজিল এই মুহূর্তে দক্ষিণ আমেরিকার সবচেয়ে শক্তিশালী দল। কি র‍্যাঙ্কিংয়ে, কি খেলোয়াড়ের নামের ভারে। প্রমাণ দেবে পরিসংখ্যানও। আর্জেন্টিনার কাছে আজকের হারটা ছিল ২০১৬ কোপা আমেরিকায় পেরুর কাছে হেরে গ্রুপ পর্বে বিদায়ের পর লাতিন কোনো দলের কাছে ব্রাজিলের প্রথম হার। একই সঙ্গে মারাকানায় অপরাজিত থাকার রেকর্ড চূর্ণ হলো স্বাগতিকদের।

এএন/০৪