ইতালিতে শিরোপা উৎসবে একজনের মৃত্যু

খেলা ডেস্ক


জুলাই ১২, ২০২১
০৮:০৯ অপরাহ্ন


আপডেট : জুলাই ১২, ২০২১
০৮:০৯ অপরাহ্ন



ইতালিতে শিরোপা উৎসবে একজনের মৃত্যু
ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ


ইউরো জয়ের উচ্ছ্বাসে ভাসছে ইতালি। অসীম আকাশের মতো ব্লুরা যেন আজ বাঁধনহারা। কেননা ৫৩ বছরের অপেক্ষার অবসান হয়েছে তাদের। ওয়েম্বলির মাঠে ইংল্যান্ডকে দুঃখের সাগরে ভাসিয়েছে আজ্জুজিরা। ইংল্যান্ডের ঘরের মাঠ থেকে নিজেদের শহর রোমে নিয়ে গেছে শিরোপা।

এমন জয়ের পর উদযাপনটা হওয়া চাই বাধাহীন। সেটাই তো স্বাভাবিক। সেই উল্লাসেই ভাসছে পুরো দেশ, ফুটবল সমর্থকরা। কিন্তু এর মধ্যেই ঘটে গেছে এক অপ্রত্যাশিত ঘটনা। শিরোপা উদযাপন করতে গিয়ে মারা গেছেন এক ব্যক্তি। ক্যালটাগিরোনে গাড়ি দুর্ঘটনায় তিনি মারা গেছেন বলে জানিয়েছে স্থানীয় পুলিশ। উদযাপনে মারা যাওয়া ব্যক্তি ২২ বছর বয়সী এক তরুণ বলে জানা গেছে।

এছাড়া ইতালি চ্যাম্পিয়ন হওয়ার পর পার্টিতে আরও ১৫ জন আহত হয়েছেন। যাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। এদের একজনের হাতে আগুন ধরে তিনটি আঙুল হারিয়েছে বলে জানিয়েছে সংবাদ সংস্থা রয়টার্স।

রোববার (১১ জুলাই) রাতে ইউরোর চ্যাম্পিয়ন হয় ইতালি। ফাইনালে টাইব্রেকারে ইংল্যান্ডকে হারায় তারা। নির্ধারিত সময়ে খেলা ১-১ গোলে সমতা ছিল। পরে অতিরিক্ত সময়েও কোন গোল না হওয়ায় টাইব্রেকার হয়। সেখানে ৩-২ ব্যবধানে জয় পায় আজ্জুরিরা।

এএন/০৩