নেইমারের কান্না, ছুঁয়েছে মাশরাফীর হৃদয়

খেলা ডেস্ক


জুলাই ১২, ২০২১
০৮:৩০ অপরাহ্ন


আপডেট : জুলাই ১২, ২০২১
০৮:৩২ অপরাহ্ন



নেইমারের কান্না, ছুঁয়েছে মাশরাফীর হৃদয়


দু’জনই দুই দলের সেরা খেলোয়াড়। একজন আর্জেন্টিনার লিওনেল মেসি। আরেকজন ব্রাজিলের নেইমার। প্রতিযোগিতায় প্রতিপক্ষ একজনকে তো হারতেই হবে। আর কোপা আমেরিকার ফাইনালে শেষ পর্যন্ত জয় হয়েছে মেসিরই।

ম্যাচ শেষে মেসি যখন ট্রফি হাতে নেওয়ার অপেক্ষায় উল্লাসে ব্যস্ত, তখন অঝোরে কাঁদলেন নেইমার। কোপা আমেরিকার ট্রফি জিততে না পারার কান্না। যদিও প্রতিপক্ষের বন্ধুকে কান্নারত অবস্থায় দেখে সান্ত্বনা দিতে এগিয়ে এলেন মেসি। জড়িয়ে ধরলেন। না পাওয়ার আক্ষেপের কষ্ট তো মেসিরও দীর্ঘদিনের। হয়তো বুকে জড়িয়ে সেটাই মনে করাতে চাইলেন। হয়তো কানে কানে বললেন, এটাই শেষ নয় সুযোগ আসবে আবার।    

নেইমারের কান্নায় অনেকের চোখ বেয়েও নামে অশ্রুধারা। ব্রাজিলিয়ান তারকার কান্না ছুঁয়ে গেছে বাংলাদেশ ক্রিকেটের সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজার হৃদয়। (১১ জুলাই) এক ফেসবুক পোস্টে এমনটিই জানালেন নড়াইল এক্সপ্রেস খ্যাত বাংলাদেশ ক্রিকেটের প্রাণভোমরা

কিন্তু তাই বলে এটি ভাবার কারণ নেই যে, মাশরাফী ব্রাজিল সমর্থক। তারকা ক্রিকেটার ছোটবেলা থেকেই আর্জেন্টিনার সমর্থক। আর্জেন্টিনার ট্রফি জয় ম্যাশকে তৃপ্তি দিয়েছে। কিন্তু নেইমারের কান্নায় খারাপ লেগেছে তার। আসলে খেলাটাই এমন।

পোস্টে মাশরাফী আরও লিখেছেন, ‘ফুটবলে আর্জেন্টিনার সমর্থন করি ডিয়েগোর জন্য, পরে ও (ম্যারাডোনা) যাওয়ার পর আরও অনেকেই এসেছে। শেষমেশ মেসি। কথা হলো কারও না কারও খেলা দেখে মানুষ একটা দলকে সাপোর্ট করা শুরু করে আর একটা পর্যায়ে ওই খেলোয়াড় থেকে দলের প্রাধান্যই বেশি হয়।’

তারপরেও আর্জেন্টিনার এমন জয়ে মাশরাফীর অনুভূতিটাই অন্যরকম। তিনি লিখেন, ‘দারুণ এক অনুভুতি হচ্ছে আর্জেন্টিনা জেতায়। সবাই মেসি মেসি করলেও আমার মন পড়ে আছে ওই স্পেশাল ম্যান এর দিকে। বেঁচে থাকলে ওর (ম্যারাডোনা) মতো আনন্দ কেউ পেতো না। উপর থেকে দেখে হয়তো এমনই করছে (কাল্পনিক)। দিয়েগো ম্যারাডোনা দ্য ওনলি লাভ ইন ফুটবল। অভিনন্দন আর্জেন্টিন।’

এএন/০৪