খেলা ডেস্ক
জুলাই ১৩, ২০২১
০৪:০৩ অপরাহ্ন
আপডেট : জুলাই ১৩, ২০২১
০৪:০৩ অপরাহ্ন
দুর্দান্ত পারফরম্যান্সে ফাইনালে উঠলেও শিরোপা খরা কাটেনি ইংল্যান্ডের। ইতালির বিপক্ষে টাইব্রেকারে শেষ ইংল্যান্ডের ইউরো জয়ের স্বপ্ন। ইউরো চ্যাম্পিয়নশিপের ফাইনালে হেরে মাঠের বাইরে নিকৃষ্ট আচরণ করেছে ইংলিশ সমর্থকরা। খেলা শেষে স্টেডিয়াম বাইরে ইতালি সমর্থকদের নির্বিচারে কিল-ঘুষি, লাথি মারে তারা।
ম্যাচের পর ওয়েম্বলি স্টেডিয়ামের যে গেট দিয়ে ইতালি সমর্থকরা বের হচ্ছিল, তার পাশেই জড়ো হয়েছিল প্রচুর ইংলিশ সমর্থক। একেকজন করে ইতালি সমর্থক বেরোচ্ছিলেন আর তাদের মাটিতে ফেলে পেটানো হচ্ছিল। সঙ্গে ছিল অকথ্য গালিগালাজ।
কিছুক্ষণ পরে পুলিশ এসে সামাল দেয়। কিন্তু ততক্ষণে ইংরেজ সমর্থকদের আক্রমণে গুরুতর আহত হন প্রচুর সংখ্যক ইতালি সমর্থক। তাদের হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে পুলিশ। কিছু ইংরেজ সমর্থককেও ধরে নিয়ে যাওয়া হয়।
হারের হতাশা ও আক্রোশে সরকারি সম্পত্তি নষ্ট করা শুরু করে কিছু ইংরেজ সমর্থক। রাস্তার ধারে দোকানপাট, গাড়ি ভাঙচুর করে তারা। বিয়ার ও মদের বোতল আছাড় মেরে ভাঙা হয় রাস্তায়। এর মধ্যেই পৈশাচিক উল্লাস করতে থাকে কিছু ইংরেজ সমর্থক।
এএন/০১