বোমা আতঙ্কে আর্জেন্টিনা ছাড়তে পারছেন না মেসি!

খেলা ডেস্ক


জুলাই ১৪, ২০২১
০২:২৯ পূর্বাহ্ন


আপডেট : জুলাই ১৪, ২০২১
০২:২৯ পূর্বাহ্ন



বোমা আতঙ্কে আর্জেন্টিনা ছাড়তে পারছেন না মেসি!

কয়েক দিন আগেই দেশকে জিতিয়েছেন কোপা আমেরিকার শিরোপা। দেশে এসে মেতেছিলেন উৎসবে। সব কিছু শেষ করে মঙ্গলবার দেশ ছাড়ার কথা ছিল লিওনেল মেসির। কিন্তু ছুটিতে বেড়াতে যাওয়ার সময় বাধলো বিপত্তি। বিমানবন্দরে বোমা আতঙ্কে দেশ ছাড়তে পারছেন না আর্জেন্টাইন অধিনায়ক। 

দেশটির ফিশারটন বিমানবন্দর থেকে প্লেনে উড়ার কথা তার। কিন্তু হঠাৎ করে সেখানে বোমা আতঙ্ক রয়েছে এমন খবর আসার পর মেসির ছুটিতে যাওয়া বাতিল করা হয়েছে। এমন খবর দিয়েছে আর্জেন্টিনার একটি সংবাদ মাধ্যম।

ব্রাজিলকে হারিয়ে রোববার ২৮ বছর পর কোপা আমেরিকার চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা। দলকে সামনে থেকে নেতৃত্ব দেন মেসি। টুর্নামেন্ট সেরা খেলোয়াড়ের সঙ্গে সর্বোচ্চ গোল ও অ্যাসিস্ট দাতাও ছিলেন তিনি। 

কোপা শেষ করে সতীর্থদের সঙ্গে দেশে ফেরেন মেসি। বার্সেলোনার সঙ্গে চুক্তি না হলেও ক্লাবটিতে থাকছেন আর্জেন্টিনা অধিনায়ক। ব্যাপারটি মোটামুটি নিশ্চিত। নতুন মৌসুম শুরুর আগে ছুটিতে যাওয়ার কথা ছিল তার। কিন্তু বোমা আতঙ্কে মঙ্গলবার আর্জেন্টিনা অধিনায়ক দেশ ছাড়ছেন না বলেই জানিয়েছে স্থানীয় সংবাদ মাধ্যম। 

আরসি-০৮