টস জিতে জিম্বাবুয়ের উড়ন্ত সূচনা

ক্রীড়া প্রতিবেদক


জুলাই ২২, ২০২১
০৪:৫৫ অপরাহ্ন


আপডেট : জুলাই ২২, ২০২১
০৪:৫৫ অপরাহ্ন



টস জিতে জিম্বাবুয়ের উড়ন্ত সূচনা
বাংলাদেশ–জিম্বাবুয়ে টি–টোয়েন্টি সিরিজ


হারারেতে আজ তিন ম্যাচ টি–টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে জিম্বাবুয়ের মুখোমুখি বাংলাদেশ। টস হেরে আগে ফিল্ডিং করছে বাংলাদেশ। টস জিতে স্বাগতিকরা ব্যাটিংয়ে নেমে উড়ন্ত সূচনা করেছে। প্রথম চার ওভারে বিনা উইকেটে তুলে নিয়েছে ৩৮ রান।

২০০৬ সালের ২৮ নভেম্বর খুলনায় জিম্বাবুয়ের বিপক্ষে আন্তর্জাতিক টি–টোয়েন্টির অভিষেক ম্যাচে খেলে বাংলাদেশ। সেটি ছিল জিম্বাবুয়েরও প্রথম আন্তর্জাতিক টি–টোয়েন্টি ম্যাচ। আজ সেই জিম্বাবুয়ের বিপক্ষেই নিজেদের শততম টি–টোয়েন্টি ম্যাচ খেলছে বাংলাদেশ।

নিজেদের শততম টেস্ট ও ওয়ানডেতে জিতেছে বাংলাদেশ। এবার টি–টোয়েন্টিতেও জয় দিয়ে নিজেদের শততম ম্যাচ উদযাপন করতে চায় বাংলাদেশ।

টি–টোয়েন্টিতে জিম্বাবুয়ে অধিনায়ক হিসেবে এটি দ্বিতীয় ম্যাচ সিকান্দার রাজার। ছয় বছর আগে (১৯ জুলাই) এ মাঠেই ভারতের বিপক্ষে টি–টোয়েন্টিতে জিম্বাবুয়ে অধিনায়ক হিসেবে প্রথম ম্যাচে জিতেছিল সিকান্দার রাজা। আজ পারবেন জয়ের খাতায় দুইয়ে দুই করতে?

এদিকে, ২০১৭ সালের জানুয়ারিতে নিউজিল্যান্ডের বিপক্ষে দেশের হয়ে সর্বশেষ টি–টোয়েন্টি ম্যাচ খেলেন উইকেটকিপার ব্যাটসম্যান নুরুল হাসান। প্রায় সাড়ে চার বছর পর আজ দেশের হয়ে টি–টোয়েন্টি খেলতে নামছেন তিনি। 

উল্লেখ্য, জিম্বাবুয়ে সফরে একমাত্র টেস্ট জয়ের পর তিন ম্যাচের ওয়ানডে সিরিজে জিম্বাবুয়েকে ৩–০ ব্যবধানে ধবলধোলাই করে বাংলাদেশ।

জিম্বাবুয়ে দল : রেজিস চাকাভা (উইকেটকিপার), তাদিওয়ানাশে মারুমানি, তারিসাই মুসাকান্দা, ডিওন মায়ার্স, ওয়েসলি মাধেভেরে, সিকান্দার রাজা (অধিনায়ক), রায়ান বার্ল, ওয়েলিংটন মাসাকাদজা, লুক জঙ্গুয়ে, ব্লেসিং মুজারাবানি ও রিচার্ড এনগারাভা।

জিম্বাবুয়ের হয়ে টি–টোয়েন্টিতে অভিষেক হচ্ছে ডিওন মায়ার্সের।

বাংলাদেশ দল : মোহাম্মদ নাঈম, লিটন দাস, সাকিব আল হাসান, সৌম্য সরকার, মাহমুদউল্লাহ (অধিনায়ক), আফিফ হোসেন, নুরুল হাসান (উইকেটকিপার), মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, শরীফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।

এএন/০৭