জার্মানিকে উড়িয়ে দিল ব্রাজিল, মেক্সিকোয় ধরাশায়ী ফ্রান্স

খেলা ডেস্ক


জুলাই ২২, ২০২১
০৯:০৬ অপরাহ্ন


আপডেট : জুলাই ২২, ২০২১
০৯:০৬ অপরাহ্ন



জার্মানিকে উড়িয়ে দিল ব্রাজিল, মেক্সিকোয় ধরাশায়ী ফ্রান্স
টোকিও অলিম্পিক ফুটবল


টোকিও অলিম্পিক ফুটবলে (পুরুষ) জার্মানিকে উড়িয়ে দিয়েছে ব্রাজিল। আরেক ম্যাচে মেক্সিকোর কাছে ধরাশায়ী হয়েছে ফ্রান্স। দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে জয়ে শুরু করেছে স্বাগতিক জাপান।

আজ বৃহস্পতিবার ম্যাচের ৩০ মিনিটেই ব্রাজিলের হয়ে হ্যাটট্রিক করেন এভারটন ফরোয়ার্ড রিচার্লেসন। গতবারের অলিম্পিক্স ফাইনালের পুনারবৃত্তি ঘটিয়ে প্রথম ম্যাচেই জার্মানির মুখোমুখি হয়েছিল ব্রাজিল। ৪-২ গোলে জার্মানদের পর্যদুস্ত করল সেলেসাওরা।

ম্যাচের প্রথম ৩০ মিনিটেই ৩-০ গোলে এগিয়ে যায় ব্রাজিল। যদিও এটি আন্তর্জাতিক ম্যাচ নয়, তবে স্কোরলাইনের বিচারে ২০১৪ সালের বিশ্বকাপের হারের বদলা নেওয়ার সুবর্ণ সুযোগ ছিল ব্রাজিলের কাছে। তবে সুযোগ কাজে লাগাতে না পারায় প্রথমার্ধে ম্যাচ ৩-০ শেষ হয়। 

ব্রাজিলের হয়ে পেনাল্টি নষ্ট করেন ম্যাথিয়ান কুনইয়া। জার্মানরা নাদিম আমিরি এবং অ্যাকের গোলে ম্যাচ ৩-২ করে। তবে ম্যাক্সমিলিয়ান আর্নল্ড শেষের দিকে লাল কার্ড দেখায় ফের খেলার দখল চলে যায় ব্রাজিলের কাছে। অবশেষে জার্মান বুন্দেশলিগাতেই খেলা পাউলিনহোর দুরন্ত গোলে ৪-২ ম্যাচ শেষ হয়। 

অপরদিকে, দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হয়েছিল আয়োজক দেশ জাপান। শক্তিশালী জাপান দলের নেতৃত্বে ছিলেন সিনিয়র দলের অধিনায়ক মায়া ইয়োশিডা। প্রথমার্ধ গোলশূন্য শেষ হওয়ার পর দলের তরুণ রিয়াল মাদ্রিদ তারকা টাকিফুসা কুবোর চোখ ধাঁধানো গোলে ১-০ ব্যবধানে ম্যাচ জেতে জাপান।

তবে ইউরোর পর টুর্নামেন্ট ও দল বদলালেও ভাগ্য বদলাল না ফ্রান্সের। ৪-১ গোলে মেক্সিকোর কাছে পর্যদুস্ত হতে হল ফরাসি দলকে। মেক্সিকো প্রথমার্ধে ২-০ এগিয়ে যাওয়ার পর পেনাল্টি থেকে গোলের ব্যবধান অর্ধেক করেন মেক্সিকোর লিগা এমএক্সে টাইগার্সদের হয়ে খেলা আন্দ্রে-পিয়ের জিজিন্যাক। তবে শেষ ১০ মিনিটে অ্যান্টুনা এবং এডুয়ার্ডোর গোলে ৯০ মিনিটের পর ৪-১ গোলে ম্যাচ শেষ হয়।

এএন/১০