অস্ট্রেলিয়ায় বিধ্বস্ত আর্জেন্টিনা, কোরিয়াকে হারাল নিউজিল্যান্ড

ক্রীড়া প্রতিবেদক


জুলাই ২২, ২০২১
০৯:৩৫ অপরাহ্ন


আপডেট : জুলাই ২২, ২০২১
০৯:৩৫ অপরাহ্ন



অস্ট্রেলিয়ায় বিধ্বস্ত আর্জেন্টিনা, কোরিয়াকে হারাল নিউজিল্যান্ড
টোকিও অলিম্পিক ফুটবল


টোকিও অলিম্পিক ফুটবলে (পুরুষ) দুইবারের স্বর্ণজয়ী আর্জেন্টিনা বিধ্বস্ত হয়েছে অস্ট্রেলিয়ার কাছে। প্রতিবেশি দেশটির এমন জয়ের হাওয়া লেগেছে নিউজিল্যান্ডের গায়েও। তারা হারিয়ে দিয়েছে দক্ষিণ কোরিয়াকে। স্পেনকে রুখে দিয়েছে মিশর।

অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচের ১৪ মিনিটে পিছিয়ে পড়ে আর্জেন্টিনা। ২০০৮ সালের পর প্রথম অলিম্পিক ফুটবলে সুযোগ পাওয়া অস্ট্রেলিয়াকে এগিয়ে দেন উইঙ্গার লেচলান ওয়েলস। প্রথমার্ধের যোগ করা সময়ে ১০ জনের দল হয়ে যায় আর্জেন্টিনা। দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন দলটির লেফটব্যাক ফ্রান্সসিসকো ওর্তেগা। এই ধাক্কা আর সামলে উঠতে পারেনি দলটি। ৮০ মিনিটে অস্ট্রেলিয়ার দ্বিতীয় গোলটি করেন বদলি খেলোয়াড় মার্কো টিলিও। ফলে ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে অস্ট্রেলিয়া।

অন্য ম্যাচে দক্ষিণ কোরিয়াকে ১-০ গোলে পরাস্ত করে নিউজিল্যান্ড। কিউয়িদের হয়ে গোল করে প্রিমিয়র লিগে বার্নলের হয়ে খেলা ক্রিস উড। ৮৩ মিনিটেরও অধিক ১০ জনে খেলে এসি মিলানের ফ্রাঙ্ক কেসির গোলে সৌদি আরবকে ২-১ ব্যবধানে পরাস্ত করে আইভরি কোস্ট। আরেক ম্যাচে স্পেনকে রুখে দিয়েছে মিশর। ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে।

এএন/১১