ক্রীড়া প্রতিবেদক
জুলাই ২৩, ২০২১
১০:৪৭ পূর্বাহ্ন
আপডেট : জুলাই ২৩, ২০২১
১২:৩৫ অপরাহ্ন
জিম্বাবুয়ের হার্ডহিটার চাকাভাকে নিয়েই যত শঙ্কা ছিল বাংলাদেশ শিবিরে। কিন্তু এবার সেরা ইনিংস খেললেন ওয়েসলি মাধেভেরে। আগের সেরা ৭০ ছাড়িয়ে ৭৩ রানে থামেন মাধেভেরে। তার ৫৭ বলে ৭৩ রানের ইনিংসে ভর করে বাংলাদেশের সামনে ৬ উইকেটে ১৬৬ রানের চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করেছে জিম্বাবুয়ে। টি-টোয়েন্টি সিরিজ জিততে হলে রিয়াদদের করতে হবে ১৬৭ রান। জিতলেই ১ ম্যাচ বাকি থাকতে সিরিজ জয় নিশ্চিত করবে বাংলাদেশ।
মাধেভেরের ৭৩ ছাড়া জিম্বাবুয়ের বার্ল অপরাজিত ৩৪ ও মায়ার্স ২৬ রান করেন।
বাংলাদেশের পেসার শরিফুল ইসলাম ৩৩ রানে ৩ উইকেট পান। সাকিব ও মেহেদি একটি করে উইকেট নেন। তাসকিন কোনো উইকেট পাননি।
সংক্ষিপ্ত স্কোর:
জিম্বাবুয়ে: ২০ ওভারে ১৬৬/৬ (মাধেভেরে ৭৩, চাকাভা ১৪, মায়ার্স ২৬, রাজা ৪, বার্ল ৩৪* ; মেহেদি ১-০-১১-১, শরিফুল ৪-০-৩৩-৩, সাকিব ৪-০-৩২-১)
এএন/০৩