প্রস্তুতি ম্যাচে র‍্যাঞ্জার্সের কাছে হারল রিয়াল মাদ্রিদ

খেলা ডেস্ক


জুলাই ২৬, ২০২১
০৮:২৭ অপরাহ্ন


আপডেট : জুলাই ২৬, ২০২১
০৮:২৭ অপরাহ্ন



প্রস্তুতি ম্যাচে র‍্যাঞ্জার্সের কাছে হারল রিয়াল মাদ্রিদ


ইউরোপের দলগুলো নতুন মৌসুম শুরুর আগে প্রস্তুতি পর্ব শুরু করেছে। গতকাল মাঠে নেমেছিল স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। তবে স্কটল্যান্ডের লিগে নবম হওয়া দল র‍্যাঞ্জার্সের বিপক্ষে হেরেছে দলটি।

রবিবার গ্লাসগোতে র‍্যাঞ্জার্সের কাছে ২-১ গোলে হেরেছে রিয়াল। রিয়ালের হয়ে গোল করেছেন রদ্রিগো। জয়ী দলের হয়ে গোলদুটি করেন ফ্যাশন সাকালা ও কেড্রিক ইটেন।

চলতি গ্রীষ্মে এটা রিয়ালের তৃতীয় ম্যাচে। তবে আগের দুটি ম্যাচ ছিল নিতান্তই নিজেদের ঝালিয়ে নেওয়ার। নতুন কোচ কার্লো আনচেলত্তির অধীনে এদিনই প্রথম অফিশিয়াল প্রস্তুতি ম্যাচে খেলে রিয়াল। ম্যাচে বেঞ্চ পরীক্ষাটা ভালোভাবেই করেছেন তিনি। আন্তনিও ব্লাঙ্কো, ভিক্টর চাস্ত, আলভারো অদ্রিওজোলাদের মতো খেলোয়াড়দের নামিয়েছিলেন প্রথম একাদশে। এছাড়া শেষ আধা ঘণ্টায় বদলি হিসেবে নেমেছিলেন সের্জিও আরিবাস, মারভিন, মিগুয়েল গুতিরেজ, মারিও গিলা, ইভান মোরান্তে ও কার্লোস দতরদের মতো তরুণরা।

তবে দুর্বল র‍্যাঞ্জার্সের কাছে হারে কিছুটা হলেও নিজের ডিফেন্স ও ফিনিশিং নিয়ে কিছুটা হলেও দুশ্চিন্তায় পড়েছেন আনচেলত্তি। বেশ কিছু সহজ সুযোগ পেয়েও গোল করতে ব্যর্থ হয়েছে তাদের ফরোয়ার্ডরা।

অবশ্য ম্যাচের অষ্টম মিনিটেই রদ্রিগোর গোলে এগিয়ে গিয়েছিল রিয়াল। দ্বিতীয়ার্ধে দশম মিনিটে সাকালার গোলে সমতায় ফেরে র‍্যাঞ্জার্স। ৭৬ মিনিটে নাচো ফের্নান্দেজ লাল কার্ড দেখলে বাকীটা সময় ১০ জন নিয়ে খেলতে হয় রিয়ালকে। পরের মিনিটেই ইটেন জয়সূচক গোলটি করেন। 

আগামী ৮ আগস্ট প্রীতি ম্যাচে ইতালিয়ান ক্লাব এসি মিলানের বিপক্ষে মাঠে নামবে রিয়াল।

এএন/০৩