ক্রীড়া প্রতিবেদক
জুলাই ২৮, ২০২১
১১:৪০ পূর্বাহ্ন
আপডেট : জুলাই ২৮, ২০২১
১১:৪০ পূর্বাহ্ন
টোকিও অলিম্পিক ফুটবলের (পুরুষ) শেষ আটে উঠেছে স্বাগতিক জাপান ও মেক্সিকো। বিদায় নিয়েছে ফ্রান্স ও দক্ষিণ আফ্রিকা।
অলিম্পিক ফুটবলে আজ এ গ্রুপের শেষ ম্যাচে জাপান ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে ফ্রান্সকে।
গ্রুপের তিনটি ম্যাচ জিতে ৯ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে দলটি। গ্রুপের আরেক ম্যাচে মেক্সিকো ৩-০ গোলে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে গ্রুপ রানারআপ হয়ে শেষ আটে খেলা নিশ্চিত করেছে।
কোয়ার্টার ফাইনালে জাপান খেলবে নিউজিল্যান্ডের বিপক্ষে। মেক্সিকোর শেষ আটের প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়া। ৩১ জুলাই অনুষ্ঠিত হবে শেষ আটের চারটি ম্যাচ।
এএন/০৩