ক্রীড়া প্রতিবেদক
জুলাই ৩০, ২০২১
০৯:৫৮ পূর্বাহ্ন
আপডেট : জুলাই ৩০, ২০২১
০৯:৫৮ পূর্বাহ্ন
শক্তিশালী ব্রাজিলকে হারিয়ে সেমিফাইনালে ওঠা কানাডা মহিলা দলের উদযাপন।
টোকিও অলিম্পিক ফুটবলের (মহিলা) সেমিফাইনালে খেলা নিশ্চিত করেছে কানাডা ও অস্ট্রেলিয়া। বিদায় নিয়েছে ব্রাজিল ও গ্রেট ব্রিটেন।
আজ শুক্রবার অনুষ্ঠিত কোয়ার্টার ফাইনালের প্রথম ম্যাচে কানাডা টাইব্রেকারে ৪-৩ গোলে শক্তিশালী ব্রাজিলকে হারিয়ে সেমিফাইনালে উঠেছে। নির্ধারিত ও অতিরিক্ত সময়ে ম্যাচটি গোলশূন্য ড্র ছিল।
কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় ম্যাচে হাড্ডাহাড্ডা লড়াই করে ৭ গোলের রোমাঞ্চ শেষে অস্ট্রেলিয়া ৪-৩ গোলে হারিয়েছে গ্রেট ব্রিটেনকে। নির্ধারিত সময়ের শেষ মুহূর্তের গোলে সতায় ফিরে অস্ট্রেলিয়া। ২-২ গোলে ড্র থাকা ম্যাচটি গড়ায় অতিরিক্ত সময়ে। এই সময়ে আরও জোড়া গোল করে বাজিমাত করে অস্ট্রেলিয়া। ব্রিটেনের হয়ে গোলের হ্যাটট্রিক করেও হোয়াইট ইলেন দলের হার এড়াতে পারেননি।
সেমিফাইনালে ওঠা কানাডা আগামী ২ আগস্ট মোকাবেলা করবে নেদারল্যান্ডস-যুক্তরাষ্ট্রের ম্যাচ জয়ীদের। একই দিন অস্ট্রেলিয়া খেলবে সুইডেন-জাপান ম্যাচ বিজয়ীদের সঙ্গে।
এএন/০৬