ক্রীড়া প্রতিবেদক
জুলাই ৩০, ২০২১
১২:৩০ অপরাহ্ন
আপডেট : জুলাই ৩০, ২০২১
১২:৩১ অপরাহ্ন
সুইডেনের ম্যাগডালেনা ইরিকসনের মাথা ছুঁয়ে বল চলে যায় জাপানের জালে।
স্বাগতিক জাপানকে বিদায় করে টোকিও অলিম্পিক ফুটবলের (মহিলা) সেমিফাইনালে খেলা নিশ্চিত করেছে সুইডেন। আরেক ম্যাচে নেদারল্যান্ডসকে হারিয়ে তাদের সঙ্গী হয়েছে যুক্তরাষ্ট্র। আজ শুক্রবার অনুষ্ঠিত কোয়ার্টার ফাইনালের তৃতীয় ম্যাচে সুইডেন ৩-১ গোলে উড়িয়ে দিয়েছে স্বাগতিক জাপানকে।
@ কোয়ার্টার ফাইনালে হেরে দলের বিদায়ে কান্নায় ভেঙে পড়েন জাপানি ফুটবলার রিসা শিমিজু।
কোয়ার্টার ফাইনালের শেষ ম্যাচে হাড্ডাহাড্ডা লড়াই করে টাইব্রেকারে যুক্তরাষ্ট্র ৪-২ গোলে হারিয়েছে নেদারল্যান্ডসকে। নির্ধারিত সময়ে ২-২ গোলে সমতায় থাকায় ম্যাচটি গড়ায় অতিরিক্ত সময়ে। এতেও ম্যাচের ফলাফল না হওয়ায় টাইব্রেকারে নিস্পত্তি হয় ম্যাচ।
সেমিফাইনালে ওঠা যুক্তরাষ্ট্র আগামী ২ আগস্ট প্রথম সেমিফাইনালে মোকাবেলা করবে কানাডাকে। একই দিন অপর সেমিফাইনালে সুইডেন মুখোমুখি হবে অস্ট্রেলিয়ার।
এএন/০৮