ক্রীড়া প্রতিবেদক
জুলাই ৩১, ২০২১
১১:৩২ পূর্বাহ্ন
আপডেট : জুলাই ৩১, ২০২১
১১:৩২ পূর্বাহ্ন
দক্ষিণ কোরিয়া ও মেক্সিকোর মধ্যকার কোয়ার্টার ফাইনালের শেষ ম্যাচের একটি দৃশ্য।
গোল উৎসবের ম্যাচে দক্ষিণ কোরিয়াকে হারিয়ে টোকিও অলিম্পিকের ছেলেদের ফুটবলে শেষ দল হিসেবে সেমিফাইনালে খেলা নিশ্চিত করেছে মেক্সিকো। আগামী ৩ আগস্ট সেমিফাইনালে তারা মুখোমুখি হবে ব্রাজিলের।
আজ শনিবার অনুষ্ঠিত ৯ গোলের ম্যাচে মেক্সিকো ৬-৩ গোলে দক্ষিণ কোরিয়াকে হারিয়েছে।
ম্যাচে জোড়া গোল করেছেন মেক্সিকোর করডোবা সেবাসতিয়ান ও মার্টিন হেনরি। এছাড়া একটি করে গোল করেন আগুইরে ইডুয়ার্ড ও রোমো লুইস। দক্ষিণ কোরিয়ার লী ডুঙ্গজিয়ং ২টি ও হোয়াং উলজু ১টি গোল করেন।
এএন/০৫