পিএসজিকে হারিয়ে ফ্রেঞ্চ সুপার কাপ জয় লিলের

খেলা ডেস্ক


আগস্ট ০২, ২০২১
০৮:৪৪ পূর্বাহ্ন


আপডেট : আগস্ট ০২, ২০২১
০৮:৪৪ পূর্বাহ্ন



পিএসজিকে হারিয়ে ফ্রেঞ্চ সুপার কাপ জয় লিলের


হার দিয়ে নতুন মৌসুম শুরু করল পিএসজি। ফ্রেঞ্চ সুপার কাপে লিগ চ্যাম্পিয়ন লিলের কাছে ১-০ গোলে হেরেছে নেইমার-এমবাপ্পে বিহীন পিএসজি। ম্যাচের ৪৫ মিনিটে পর্তুগিজ মিডফিল্ডার জেকা জয়সূচক গোলটি করেন। 

ইসরাইলের তেল আবিবে রবিবার রাতে মূল একাদশে বেশ কয়েকজ ফুটবলারকে ছাড়াই মাঠে নামে পিএসজি। যদিও এ ম্যাচে পিএসজির হয়ে অভিষেক ঘটেছে আশ্রাফ হাকিমি ও গিনি উইনাইজমের। এরপরেও ম্যাচের শুরু থেকেই খুব একটা গোছাল ফুটবল খেলতে পারেনি মাউরো পচেত্তিনোর শিষ্যরা।

তবে ইসরায়েলের তেল আবিবে অনুষ্ঠিত ম্যাচটিতে বিতর্ক ছড়িয়েছে পিএসজিতে যোগ দেওয়া মরোক্কান রাইটব্যাক আশরাফ হাকিমিকে ইসরায়েলি দর্শকদের দুয়ো দেওয়ার ঘটনা। যতবারই বল স্পর্শ করেছেন হাকিমি, ততবারই দর্শক দুয়ো দিয়েছেন। ধারণা করা হচ্ছে, এর পেছনে জড়িয়ে ইসরায়েল-ফিলিস্তিন যুদ্ধ। গত মে মাসে ফিলিস্তিনকে সমর্থন জানিয়ে হাকিমি টুইট করেছিলেন, ‘ফিলিস্তিনকে স্বাধীনতা দাও!’ ইসরায়েলিদের তা পছন্দ হয়নি।

ফরাসি ফুটবলের মৌসুমসূচক এই টুর্নামেন্ট টানা ৮ মৌসুম ধরে জিতে এসেছিল পিএসজি। সর্বশেষ ১৩ মৌসুমে জিতেছে ১০ বার। সেই পিএসজিকেই কাল বশ মানিয়ে শিরোপার উল্লাস করল লিল। 

সুপারকাপ দিয়ে পর্দা ওঠা ফরাসি ফুটবল মৌসুম ব্যস্ত হয়ে পড়ছে শিগগিরই। আগামী শনিবার থেকেই শুরু হয়ে যাচ্ছে ফরাসি লিগ। ৮ আগস্ট রবিবার পিএসজি লিগের প্রথম ম্যাচ খেলবে ত্রয়ার মাঠে, লিলও সেদিন লিগ শুরু করবে মেৎসের মাঠে ম্যাচ দিয়ে।

এএন/০৭