অস্ট্রেলিয়াকে হারিয়ে ফাইনালে সুইডেন

ক্রীড়া প্রতিবেদক


আগস্ট ০২, ২০২১
১১:৪১ পূর্বাহ্ন


আপডেট : আগস্ট ০২, ২০২১
১১:৪১ পূর্বাহ্ন



অস্ট্রেলিয়াকে হারিয়ে ফাইনালে সুইডেন
টোকিও অলিম্পিক মহিলা ফুটবল


টোকিও অলিম্পিক ফুটবলের (মহিলা) ফাইনালে উঠেছে সুইডেন। দ্বিতীয় সেমিফাইনালে তারা ১-০ গোলে হারিয়েছে অস্ট্রেলিয়াকে। আগামী ৬ আগস্ট সুইডেন ফাইনালে কানাডাকে মোকাবেলা করবে। 

আজ (সোমবার) ইয়কহামা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের দ্বিতীয়ার্ধের শুরুতেই ৪৬ মিনিটে একমাত্র গোলটি করেন রল্ফ ফ্রিডোলিনা। কোয়ার্টার ফাইনালে সুইডেন ৩-১ গোলে হারিয়েছিল স্বাগতিক জাপানকে। 

আগামী ৬ আগস্ট কানাডা ও সুইডেনের স্বর্ণ পদক অর্জনের ম্যাচটি অলিম্পিক স্টেডিয়ামে অনুিুষ্ঠত হবে। আগের দিন ব্রোঞ্জ পদকের জন্য ইব্রাকি কাশিমা স্টেডিয়ামে যুুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে অস্ট্রেলিয়া।

এএন/১০