স্বাগতিক জাপানকে হারিয়ে ফাইনালে স্পেন

ক্রীড়া প্রতিবেদক


আগস্ট ০৩, ২০২১
১১:৪৮ পূর্বাহ্ন


আপডেট : আগস্ট ০৩, ২০২১
১১:৪৮ পূর্বাহ্ন



স্বাগতিক জাপানকে হারিয়ে ফাইনালে স্পেন
টোকিও অলিম্পিক ফুটবল

জাপানের বিপক্ষে সেমিফাইনালে অ্যাসেনসিও মার্কোর এই শটেই আসে স্পেনের জয়সূচক গোলটি।


টোকিও অলিম্পিক ফুটবলের (পুরুষ) সেমিফাইনালে স্বাগতিক জাপানকে হারিয়ে ফাইনালে উঠেছে স্পেন। দ্বিতীয় সেমিফাইনালে অ্যাসেননিও মার্কোর একমাত্র গোলে জয় পায় ইউরোপের দলটি। 

আজ (মঙ্গলবার) স্যাইটামা স্টেডিয়ামে অনুষ্ঠিত দ্বিতীয় সেমিফাইনালে তীব্র প্রতিদ্বন্দ্বীতা করে এশিয়া ও ইউরোপের দল দু'টি। নির্ধারিত সময় ম্যাচটি গোলশূন্য ছিল। অতিরিক্ত সময়ের শেষার্ধের ১১৫ মিনিটে ম্যাচে স্পেনের জয়সূচক গোলটি বদলি খেলোয়াড় মার্কো। 

আগামী ৭ আগস্ট ফাইনালে স্পেন খেলবে ব্রােজিলের বিপক্ষে। আগের দিন ব্রোঞ্জ পদকের লড়াইয়ে স্বাগতিক জাপান মুখোমুখি হবে মেক্সিকোর। 

এএন/০৩