খেলা ডেস্ক
আগস্ট ০৯, ২০২১
১১:১৩ পূর্বাহ্ন
আপডেট : আগস্ট ০৯, ২০২১
১১:১৪ পূর্বাহ্ন
লিওনেল মেসি নেই। তাতে শোকে মুহ্যমান পুরো দলই। আর সেই শোককে যেন শক্তিতে পরিণত করে গত রাতে জুভেন্টাসের বিপক্ষে দারুণ জ্বলে উঠল বার্সেলোনা। ইতালিয়ান ক্লাবটিকে ৩-০ গোলে উড়িয়ে জিতে নিল জুয়ান গাম্পের ট্রফি।
রবিবার রাতে ন্যু ক্যাম্পে প্রস্তুতি পর্বের ম্যাচে জুভেন্টাসকে ৩-০ গোলে হারিয়েছে বার্সেলোনা। দলের হয়ে একটি করে গোল দিয়েছেন মেমফিস ডিপাই, মার্টিন ব্রাথওয়েট ও রিকি পুচ।
দুই দলই প্রায় পূর্ণ শক্তির দল নিয়ে মাঠে নেমেছিল। তুরিনের দলটির লাইন আপে ছিলেন হালের অন্যতম সেরা তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। খেলেছেন শুধু প্রথমার্ধে। সব মিলিয়ে সুবিধা করে উঠতে পারেনি অতিথি দলটি।
ম্যাচের শুরুতেই এগিয়ে যায় বার্সেলোনা। মাঝ মাঠ থেকে নিখুঁত এক পাসে ফাঁকায় থাকা মেমসিসকে খুঁজে নেন ইউসুফ দেমির। বল পেয়ে এগিয়ে ডি-বক্সে ঢুকে বাঁ পায়ের শটে লক্ষ্যভেদ করেন এই ডাচ ফরোয়ার্ড।
আগামী ১৫ অগাস্ট লা লিগার লড়াইয়ে মাঠে নামবে বার্সা। সেদিন তাদের প্রতিপক্ষ রিয়াল সোসিয়েদাদ। অন্যদিকে সিরি আয় মাঠে নামার আগে জুভেন্টাস আগামী শনিবার আরও একটি প্রীতি ম্যাচ খেলবে আটালান্টার বিপক্ষে।
এএন/০১