মেসিকে বরণে প্যারিস বিমানবন্দরে হাজারো সমর্থক

খেলা ডেস্ক


আগস্ট ০৯, ২০২১
১১:২৫ পূর্বাহ্ন


আপডেট : আগস্ট ০৯, ২০২১
১১:২৫ পূর্বাহ্ন



মেসিকে বরণে প্যারিস বিমানবন্দরে হাজারো সমর্থক


মেসির পিএসজিতে যাওয়ার বিষয়টি এখনও প্রক্রিয়াধীন। মেসি পিএসজিতে যাওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত হওয়ার আগেই হাজারো সমর্থক ভিড় করছেন বিমানবন্দরে। বর্তমান বিশ্বের সেরা খেলোয়াড়কে নিজ শহরে সবার আগেই স্বাগত জানাতে চায় তারা। আর সে ভিড় সামলাতে রীতিমতো হিমশিম খেতে হয়েছে স্থানীয় পুলিশ।

মূলত একটি খবরের ভিত্তিতে রবিবার বিকেলে থেকে বিমানবন্দরে ভিড় জমাতে থাকেন সমর্থকরা। গুঞ্জন ছিল ওই দিন বিকেলে মেডিকেল করাতে প্যারিস পৌঁছতে পারেন মেসি। বেশ কিছু সংবাদমাধ্যম এমন খবর প্রচার করায় ভিড় বাড়তে থাকে বিমানবন্দরে।

অবশ্য গুঞ্জনটা ছড়িয়ে পরে মেসির সংবাদ সম্মেলনের উত্তরেই। পিএসজিতে যাচ্ছেন কিনা জানতে চাইলে বলেছিলেন, 'সত্যিই সেটা (পিএসজি) একটি সম্ভাবনা। কিন্তু কারও সঙ্গে আমার কোনোকিছু চূড়ান্ত হয়নি। সত্যি বলতে, আমি অনেক ফোন পেয়েছি, অনেক ক্লাব আগ্রহ দেখিয়েছে। তবে এই মুহূর্তে, আমি কোনোকিছু চূড়ান্ত নয়ই। অনেক কিছু নিয়ে আলোচনা চলছে।'

এএন/০২