আগামী ৫ সেপ্টেম্বর ফের মুখোমুখি মেসি-নেইমার

খেলা ডেস্ক


আগস্ট ১১, ২০২১
০৩:১৩ পূর্বাহ্ন


আপডেট : আগস্ট ১১, ২০২১
০৩:১৩ পূর্বাহ্ন



আগামী ৫ সেপ্টেম্বর ফের মুখোমুখি মেসি-নেইমার
বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ


কোপা আমেরিকার ফাইনালের পর মাস দুই না পেরুতেই আবার মুখোমুখি হচ্ছেন দুই বন্ধু লিওনেল মেসি ও নেইমার। সুপার ক্লাসিকোতে আগামী ৫ সেপ্টেম্বর ২০২২ কাতার বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচে মোকাবেলা করবে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দল ব্রাজিল ও আর্জেন্টিনা।

ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) এক বিবৃতি দিয়ে ম্যাচের ভেন্যু নিশ্চিত করেছে। আগামী মাসের ৫ তারিখ সাও পাওলোর নিও কুইমিকা স্টেডিয়ামে মুখোমুখি হবে দলদুটি। একই সঙ্গে সিবিএফ আরও জানিয়েছে আগামী শুক্রবার সে ম্যাচের জন্য ব্রাজিল দল ঘোষণা করবেন কোচ তিতে।

কোপা আমেরিকাতে ব্রাজিলকে ১-০ গোলের ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা। 

নতুন মৌসুমের আন্তর্জাতিক বিরতিতে তিনটি করে ম্যাচ খেলবে ল্যাতিন আমেরিকার দলগুলো। ২ সেপ্টেম্বর ভেনেজুয়েলার মুখোমুখি হবে আর্জেন্টিনা। আর ব্রাজিল লড়বে চিলির বিপক্ষে। ৫ সেপ্টেম্বর দুই দলের লড়াই। এরপর ৯ সেপ্টেম্বর ব্রাজিল খেলবে পেরুর বিপক্ষে। আর আর্জেন্টিনার প্রতিপক্ষ বলিভিয়া। বাছাই পর্বে ৬ ম্যাচের সবকটি ম্যাচ জিতে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ব্রাজিল। সমান ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে আর্জেন্টিনা।

সব ছাপিয়ে মূল আলোচনা মেসি-নেইমারের লড়াই। বার্সেলোনায় ২০১৭ সালের পর এবার পিএসজিতে সতীর্থ হয়েছেন সেরা এ দুই তারকা। গতকাল মাত্র নেইমারের ক্লাবে যোগ দিলেন মেসি। এরমধ্যেই আবার জাতীয় দলের হয়ে পরস্পরের বিপক্ষে মাঠে নামতে হচ্ছে দুই বন্ধুকে।

এএন/০২