খেলা ডেস্ক
আগস্ট ১৪, ২০২১
০৯:২৫ পূর্বাহ্ন
আপডেট : আগস্ট ১৪, ২০২১
০৯:২৫ পূর্বাহ্ন
চ্যাম্পিয়নস লিগে পারফরম্যান্সের ভিত্তিতে নির্বাচিত করা হয় সেরা ফুটবলার। উয়েফার নির্ধারিত কোচ ও সাংবাদিকদের ভোটে নির্ধারিত হয় মনোনয়নের তালিকা। শুক্রবার (১৩ আগস্ট) উয়েফা চারটি ভিন্ন ক্যাটাগরিতে ১২ জনকে মনোনীত করে তালিকা প্রকাশ করেছে। প্রতি ক্যাটাগরিতে ৩ জন করে স্থান পেয়েছেন। তবে সবচেয়ে অবাক করার বিষয় হলো মনোনীত এ তালিকায় নাম নেই বিশ্বের অন্যতম সেরা তিন ফুটবলার মেসি-রোনালদো-নেইমারের!
গোলরক্ষক, ডিফেন্ডার, মিডফিল্ডার, ফরোয়ার্ড এই চার ক্যাটাগরিতে দেওয়া হয় পুরস্কার। ফরোয়ার্ড ক্যাটাগরিতে নিঃসন্দেহে এই তিনটি নাম অবধারিত। কিন্তু তালিকায় তাদের নাম ওঠেনি। কেননা চ্যাম্পিয়ন্স লিগের গেল আসরটা কারোই ভালো কাটেনি। মেসি গত মৌসুমে চ্যাম্পিয়নস লিগে ৬ ম্যাচ খেলে গোল করেছিলেন ৫টি, রোনালদো ৬ ম্যাচে ৪টি আর নেইমার ৯ ম্যাচে ৬ গোল করেন।
উয়েফা ঘোষিত এই তালিকায় মৌসুমের ইউরোপসেরা চেলসির আধিপত্যই বেশি। চার পজিশনে মনোনীত ১২ খেলোয়াড়ের মধ্যে ৫ জনই চেলসির। গত মৌসুমে লেওয়ানডোস্কি চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ খেলেছেন ৬টি। গোল করেছেন ৫টি। হালান্ড ৮ ম্যাচ খেলে করেছেন ১০ গোল। এ ছাড়া এমবাপ্পে দশ ম্যাচে করেছেন ৮ গোল, করিয়েছেন আরও তিনটি।
তুরস্কের ইস্তাম্বুলে চলতি মাসের শেষে মৌসুমের ড্র অনুষ্ঠিত হবে। সেদিনই চার পজিশনে সেরা চার খেলোয়াড়কে নির্বাচিত করা হবে। একই দিনে উয়েফা বর্ষসেরার নামও ঘোষণা করা হবে। পুরস্কার ঘোষণা করা হবে আগামী ২৬ আগস্ট।
বর্ষসেরা হওয়ার তালিকায় জায়গা হয়েছে যাদের:
গোলরক্ষক: এডারসন (ম্যানচেস্টার সিটি), এদুয়া মন্ডি (চেলসি) ও থিবো কোর্তোয়া (রিয়াল মাদ্রিদ)।
ডিফেন্ডার: সেজার আসপিলিকুয়েতা (চেলসি), রুবেন ডিয়াজ (ম্যানচেস্টার সিটি) ও অ্যান্তেনিও রুডিগার (চেলসি)।
মিডফিল্ডার: কেভিন ডি ব্রুইনা (ম্যানচেস্টার সিটি), জর্জিনহো (চেলসি) ও এনগোলো কন্তে (চেলসি)।
ফরোয়ার্ড: আর্লিং হালান্ড (বরুসিয়া ডর্টমুন্ড), রবার্ট লেওয়ানডস্কি (বায়ার্ন মিউনিখ) ও কিলিয়ান এমবাপ্পে (পিএসজি)।
এএন/০২