খেলা ডেস্ক
আগস্ট ১৪, ২০২১
১০:২৯ পূর্বাহ্ন
আপডেট : আগস্ট ১৪, ২০২১
১০:২৯ পূর্বাহ্ন
ইংলিশ প্রিমিয়ার লিগে রাতে মাঠে নামবে চেলসি। তাদের প্রতিপক্ষ ক্রিস্টাল প্যালেস। ম্যাচটি মাঠে গড়াবে বাংলাদেশ সময় রাত ৮টায়। আরেক ম্যাচে চ্যাম্পিয়নশিপ লিগ থেকে ইপিএলে জায়গা করে নেওয়া নরউইচ সিটির প্রতিপক্ষ লিভারপুল। এই ম্যাচটি শুরু হবে রাত সাড়ে ১০টায়।
গেল মৌসুমটা যেখানে শেষ করেছিলো চেলসি, নতুন মৌসুমের শুরুটা হয়েছে সেখান থেকে। লিগ রেসে নামার আগে ট্রফি কেসে নতুন সংযোজন উয়েফা সুপার কাপ। প্রাক মৌসুমটাও দুর্দান্ত কাটিয়েছে চেলসি। গেলবার লিগ শিরোপা স্বাদ না পেলেও এবার সেই আক্ষেপ ঘুচিয়ে নিতে ক্রিস্টাল প্যালেসকে আতিথ্য দিয়ে শুরু হচ্ছে তাদের ইপিএল মিশন।
এই ম্যাচে মাঠে নামার আগে পরিসংখ্যান কথা বলছে চেলসির পক্ষে। সবশেষ ২০ বারের দেখায় ১৬টি জয় স্বাগতিকদের। তাছাড়া গেল ৭ মৌসুমে ক্রিস্টালের বিপক্ষে হার নেই তাদের।
আরেক ম্যাচে ১৩ মাস পর আবারও প্রিমিয়ার লিগে ফেলা নরউইচ সিটির প্রতিপক্ষ লিভারপুল। মৌসুমের শুরুর ম্যাচে মোটামুটি হালকা প্রতিপক্ষই পাচ্ছে অলরেডরা।
পরিসংখ্যান কথা বলছে অল রেডদের হয়ে। ৬৬ বারের দেখায় লিভারপুলের জয় ৩৭টি আর ১৪টি জয় নরউইচের। দল বদলে তেমন নতুন কোন ফুটবলার না ভেড়ালেও, মোহাম্মদ সালাহ, ফিরমিনো, রবার্তো, সাদিও মানেরা রয়েছেন ছন্দে। তাই বলা যায় নতুন মৌসুমের শুরুটা জয় দিয়ে করবে ইয়্যুর্গেন ক্লপ বাহিনী।
এএন/০৩