আবারও মুখোমুখি মেসি-নেইমার

খেলা ডেস্ক


আগস্ট ১৪, ২০২১
০৭:১৫ অপরাহ্ন


আপডেট : আগস্ট ১৪, ২০২১
০৭:১৫ অপরাহ্ন



আবারও মুখোমুখি মেসি-নেইমার

দুই বন্ধু জুটি গড়বেন আবারও। পিএসজিতে নেইমারের সঙ্গী হয়েছেন লিওনেল মেসি। প্যারিসের দলটিতে প্রথম ম্যাচ কবে খেলবেন নিশ্চিত নয় এখনো। তবে ঠিক হয়ে গেল, জাতীয় দলের হয়ে আরও একবার মুখোমুখি হচ্ছেন দুজন।

কোপা আমেরিকার ফাইনালে নেইমারের ব্রাজিলকে হারিয়ে শিরোপা জিতেছিল আর্জেন্টিনা। বিশ্বকাপ বাছাই পর্বে সেপ্টেম্বরে আবারও মুখোমুখি দুই দল।

২ সেপ্টেম্বর সান্তিয়াগোয় ব্রাজিল মুখোমুখি হবে চিলির। এর তিন দিন পর নিজেদের মাঠ সাও পাওলোয় চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা আর ৯ সেপ্টেম্বর খেলবে পেরুর বিপক্ষে। আর্জেন্টিনার সঙ্গে খেলেই তাদের পাড়ি দিতে হবে দুই হাজার ২০০ কিলোমিটার।

ম্যাচ তিনটির জন্য নেইমার, ফিরমিনো, জেসুস, মার্কিনিয়োসসহ সেরা দলই ঘোষণা করেছেন তিতে। ব্রাজিলিয়ান কোচ ডেকেছেন অলিম্পিকে সোনাজয়ী দলের ছয়জনকেও। অধিনায়ক দানি আলভেস, সর্বোচ্চ গোলদাতা রিচার্লিসন, ফাইনালে গোল করা ম্যাথিউস কুইয়ার সঙ্গে আছেন ক্লাওদিনিয়ো, ব্রুনো গিমারায়েস ও গিলেরমো আরানা।

লাতিন অঞ্চলের বাছাই পর্বে নিজেদের ছয় ম্যাচের সবগুলো জিতে শীর্ষে ব্রাজিল। এই ছয় ম্যাচে তারা গোল করেছে ১৬টি, বিপরীতে নিজেদের জালে জড়িয়েছে মাত্র দুটি।

লাতিন অঞ্চলে আর্জেন্টিনা ১২ পয়েন্ট নিয়ে আছে দুইয়ে। ছয় ম্যাচে লিওনেল মেসির দলের জয় তিন আর ড্র তিনটি। ইকুয়েডর ৯ পয়েন্ট নিয়ে তিন আর উরুগুয়ে ৮ পয়েন্ট নিয়ে আছে চারে। 

আরসি-০৫