খেলা ডেস্ক
আগস্ট ১৫, ২০২১
০১:০০ অপরাহ্ন
আপডেট : আগস্ট ১৫, ২০২১
০১:০০ অপরাহ্ন
পার্ক দি প্রিন্সেসে তখন উৎসবমুখর পরিবেশ। একটু আগেই দলের নতুন খেলোয়াড়দের পরিচয় করিয়ে দেওয়া হয়েছে। লিওনেল মেসি, সার্জিও রামোস, জিয়ানলুইজি দোন্নারুমা, জর্জিনিও ভাইনালডাম ও আশরাফ হাকিমি মাঠে প্রবেশ করেছেন আতশবাজির রঙিন আলোর ঝলকানি আর উপস্থিত প্রায় ৪৮ হাজার দর্শকের আকাশ-বাতাস কাঁপানো চিৎকার ও করতালির মধ্য দিয়ে।
হাকিমি ও ভাইনালডাম ছাড়া বাকি তিনজনকে অবশ্য ম্যাচের স্কোয়াডে রাখেননি প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) কোচ মরিসিও পচেত্তিনো। তাদের পাশাপাশি নেইমার, আনহেল দি মারিয়া ও লেয়ান্দ্রো পারদেসও ছিলেন অনুপস্থিত। তারপরও কিলিয়ান এমবাপে, মাউরো ইকার্দি ও ইউলিয়ান ড্রাক্সলারের মতো তারকা থাকায় স্ত্রাসবুর্গের বিপক্ষে পিএসজির একাদশ দাঁড়ায় ভীষণ শক্তিশালী।
খেলা শুরুর পর স্টেডিয়ামের জায়ান্ট স্ক্রিনে ভেসে উঠে পিএসজির ফুটবলারদের জার্সি নম্বর, নাম ও ছবি। কিন্তু এমবাপের পালা আসতেই বদলে গেল দর্শকদের হাবভাব। যারা এতক্ষণ আনন্দে উদ্বেলিত ছিলেন, তারা উঠলেন তেতে। রাগে-ক্ষোভে নিজেদের দলের বিশ্বকাপজয়ী তারকাকে তারা শোনালেন দুয়ো!
কারণটা! ২২ বছর বয়সী ফরাসি স্ট্রাইকার এমবাপের পিএসজি ছাড়ার গুঞ্জন চলছে। গণমাধ্যমের খবর অনুসারে, স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ তাকে পেতে আগ্রহী। যদিও পচেত্তিনো জানান, জল্পনা-কল্পনা নিয়ে চিন্তিত নন তিনি। তিনি এমবাপেকে 'আমাদেরই একজন' হিসেবে উল্লেখ করলেও ভক্ত-সমর্থকরা যেন আশ্বস্ত হতে পারেননি।
শনিবার রাতের ম্যাচে দুয়ো পেলেও ভড়কে যাননি এমবাপে। পিএসজির ৪-২ গোলের জয়ে তিনিই ছিলেন সবচেয়ে উজ্জ্বল। পাবলো সারাবিয়ার গোলে অবদান রাখার পাশাপাশি নিজেও খুঁজে নেন জালের ঠিকানা।
ম্যাচ শুরুর তৃতীয় মিনিটে ইকার্দির হেডের পর ২৫ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন এমবাপে। দুই মিনিট পর ডি-বক্সে ফাঁকায় থাকা ড্রাক্সলার করেন লক্ষ্যভেদ। আর চতুর্থ গোলটি করেন সারাবিয়া। স্ত্রাসবুর্গের গোল দু'টি করেন কেভিন গামেইরো ও লুদোভিক আজোর্ক। ফরাসি লিগ ওয়ানে এটি পিএসজির টানা দ্বিতীয় জয়। প্রথম ম্যাচে ত্রোয়েসের মাঠে তারা জিতেছিল ২-১ গোলে।
এএন/০৩