খেলা ডেস্ক
আগস্ট ১৫, ২০২১
০১:০৭ অপরাহ্ন
আপডেট : আগস্ট ১৫, ২০২১
০১:০৭ অপরাহ্ন
করিম বেনজামার জোড়া গোলে স্প্যানিশ লা লিগার ২০২১-২২ মৌসুমে উড়ন্ত সূচনা করেছে রিয়াল মাদ্রিদ। শনিবার রাতে তারা দুর্বল আলাভেসের মাঠে জিতেছে ৪-১ গোলের বড় ব্যবধানে।
গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধে ১৪ মিনিটের মধ্যে তিন গোল করে ম্যাচের লাগাম নিজেদের করে নেয় রিয়াল। ৪৮ মিনিটে অচলাবস্থা ভাঙেন ফরাসি তারকা বেনজেমা। আট মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন নাচো ফার্নান্দেজ। ৬২ মিনিটে ম্যাচে নিজের দ্বিতীয় গোলের দেখা পান বেনজেমা।
আলাভেস ব্যবধান কমায় ৬৫ মিনিটে। পেনাল্টি থেকে লক্ষ্যভেদ করেন হোসেলু। ম্যাচের শেষ মুহূর্তে ব্যবধান বাড়িয়ে নেয় রিয়াল। জালের ঠিকানা খুঁজে নেন ভিনিসিয়ুস জুনিয়র।
দ্বিতীয় মেয়াদে রিয়ালের দায়িত্ব নিয়ে প্রথম ম্যাচেই জয় দেখলেন আনচেলত্তি। পরে সংবাদ সম্মেলনে তিনি আলাদাভাবে প্রশংসা করেন জোড়া গোল করা বেনজেমার, তিন মনে করেন, বেনজামাকে কেবল ফরোয়ার্ড বলা হলে তার প্রতি সঠিক মূল্যায়ন করা হয় না। সে একজন পরিপূর্ণ খেলোয়াড়।
এএন/০৪