ক্রীড়া প্রতিবেদক
আগস্ট ১৭, ২০২১
০৬:২১ অপরাহ্ন
আপডেট : আগস্ট ১৭, ২০২১
০৬:২১ অপরাহ্ন
সিলেট মেট্রোপলিটন পুলিশের আন্তঃবিভাগীয় ফুটবল টুর্নামেন্টে শুভ সূচনা করেছে ট্রাফিক বিভাগ। গতকাল মঙ্গলবার সিলেট জেলা পুলিশ লাইন্স মাঠে অনুষ্ঠিত টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে এডিসি জ্যোতির্ময় সরকারের নেতৃত্বে ট্রাইবেকারে ট্রাফিক বিভাগ ৪-২ গোলে উত্তর বিভাগকে হারায়।
এসএমপি’র সাতটি বিভাগের সাতটি টিমের অংশগ্রহণে আয়োজিত টুর্নামেন্ট উদ্বোধন করেন সিলেট মেট্রোপলিটন পুলিশের মো. নিশারুল আরিফ । এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) পরিতোষ ঘোষ, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) মো. শফিকুল ইসলাম, উপ-পুলিশ কমিশনার (পিওএম) মো. কামরুল আমিন, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) ফয়সাল মাহমুদ, উপ-পুলিশ কমিশনার (সদর) তোফায়েল আহমেদ, উপ-পুলিশ কমিশনার (উত্তর) মো. আজবাহার আলী শেখ, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোহা. সোহেল রেজা, উপ-পুলিশ কমিশনার (ডিবি) সঞ্জয় সরকার ও সকল অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারগণসহ অনান্য অফিসার ও ফোর্সবৃন্দ ।
উদ্বোধনী ম্যাচটি মাঠে বসে উপভোগ করেন পুলিশ কমিশনার মো. নিশারুল আরিফসহ এসএমপি’র সকল পর্যায়ের কর্মকর্তা ও পুলিশ সদস্যবৃন্দ।
এএন/০১