উত্তর বিভাগকে হারিয়ে ট্রাফিক বিভাগের শুভ সূচনা

ক্রীড়া প্রতিবেদক


আগস্ট ১৭, ২০২১
০৬:২১ অপরাহ্ন


আপডেট : আগস্ট ১৭, ২০২১
০৬:২১ অপরাহ্ন



উত্তর বিভাগকে হারিয়ে ট্রাফিক বিভাগের শুভ সূচনা
সিলেট মেট্রোপলিটন পুলিশের আন্তঃবিভাগীয় ফুটবল


সিলেট মেট্রোপলিটন পুলিশের আন্তঃবিভাগীয় ফুটবল টুর্নামেন্টে শুভ সূচনা করেছে ট্রাফিক বিভাগ। গতকাল মঙ্গলবার সিলেট জেলা পুলিশ লাইন্স মাঠে অনুষ্ঠিত টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে এডিসি জ্যোতির্ময় সরকারের নেতৃত্বে ট্রাইবেকারে ট্রাফিক বিভাগ ৪-২ গোলে উত্তর বিভাগকে হারায়।

এসএমপি’র সাতটি বিভাগের সাতটি টিমের অংশগ্রহণে আয়োজিত টুর্নামেন্ট উদ্বোধন করেন  সিলেট মেট্রোপলিটন পুলিশের মো. নিশারুল আরিফ । এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) পরিতোষ ঘোষ, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) মো. শফিকুল ইসলাম, উপ-পুলিশ কমিশনার (পিওএম) মো. কামরুল আমিন, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) ফয়সাল মাহমুদ, উপ-পুলিশ কমিশনার (সদর) তোফায়েল আহমেদ, উপ-পুলিশ কমিশনার (উত্তর) মো. আজবাহার আলী শেখ, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোহা. সোহেল রেজা, উপ-পুলিশ কমিশনার (ডিবি) সঞ্জয় সরকার ও সকল অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারগণসহ অনান্য অফিসার ও ফোর্সবৃন্দ ।

উদ্বোধনী ম্যাচটি মাঠে বসে উপভোগ করেন পুলিশ কমিশনার মো. নিশারুল আরিফসহ এসএমপি’র সকল পর্যায়ের কর্মকর্তা ও পুলিশ সদস্যবৃন্দ।

এএন/০১