খেলা ডেস্ক
আগস্ট ১৮, ২০২১
০৬:৫০ অপরাহ্ন
আপডেট : আগস্ট ১৮, ২০২১
০৬:৫০ অপরাহ্ন
দেশের বাইরে বসুন্ধরা কিংসের অভিষেক দারুণ হলো। এএফসি কাপে ডি গ্রুপের ম্যাচে মালদ্বীপে স্বাগতিক মাজিয়া স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশন ক্লাবকে ২-০ গোলে হারিয়েছে তারা। এই জয়ে গ্রুপে ভারতের ক্লাব মোহনবাগানের সঙ্গে যুগ্মভাবে শীর্ষে থাকল বাংলাদেশের ক্লাবটি। দিনের প্রথম ম্যাচে একই ব্যবধানে মোহনবাগান ব্যাঙ্গালুরু এফসিকে হারায়।
ম্যাচের প্রথমার্ধেই দুই গোলের লিড নেয় কিংস। প্রথম গোলটি আত্মঘাতী ছিল। মাজিয়ার ডিফেন্ডার ক্লিয়ার করতে গিয়ে মালদ্বীপের জালে বল পাঠান। মাজিয়ার গোলরক্ষক উড়ন্ত বল পেছনে তাড়া করেও ফেরাতে পারেননি। ২৫ মিনিটেই এগিয়ে যায় কিংস।
প্রথমার্ধ শেষ হওয়ার কিছুক্ষণ আগে কিংসের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রবসন রবিনহো দুর্দান্ত এক গোল করেন। তিনি একক প্রচেষ্টায় ডিফেন্ডারকে কাটিয়ে বক্সের মধ্যে প্রবেশ করে ডান পায়ে জোরালো শটে গোল করেন।
মাজিয়া স্বাগতিক হলেও ম্যাচে তেমন প্রাধান্য বিস্তার করতে পারেনি। বল পজিশন ও আক্রমণে গেলেও সফরকারী কিংসের জন্য খুব বিপদজনক কিছু করতে পারেনি। অন্য দিকে কিংসের ফুটবলাররা শক্তিমত্তায় এগিয়ে থাকলেও বাংলাদেশ প্রিমিয়ার লিগের মতো একচ্ছত্র প্রাধান্য নিয়ে খেলতে পারেননি।
দ্বিতীয়ার্ধে উভয় দল গোলের চেষ্টা করে ব্যর্থ হয়েছে। স্বাগতিক মাজিয়ার বিদেশি ফরোয়ার্ড বারবার চেষ্টা করেও কিংসের রক্ষণ ভাঙতে পারেননি। কিংসের ফরোয়ার্ডরা গোলের সুযোগ মিস করেছে অনেক। বসুন্ধরার স্প্যানিশ কোচ অস্কার ব্রুজন দ্বিতীয়ার্ধে কয়েকজন ফুটবলারকে নামিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিলেও স্কোরলাইন বাড়াতে সক্ষম হননি।
কিংস গত মৌসুমে এএফসি কাপে ঢাকায় মালদ্বীপের ক্লাব টিসি স্পোর্টসকে ৫-১ গোলে হারিয়েছিল৷ আর্জেন্টাইন ফরোয়ার্ড হার্নান বার্কোস চার গোল করেছিলেন। তার নেপথ্যে ছিলেন কোস্টারিকার হয়ে বিশ্বকাপ খেলা ড্যানিয়েল কলিন্দ্রেস। এক মৌসুম পর এএফসি কাপের প্রথম ম্যাচেই বসুন্ধরার খেলায় তাদের অভাব অনুভূত করেছে। ২১ আগস্ট টুর্নামেন্টে বসুন্ধরা কিংসের পরবর্তী ম্যাচ।
আরসি-০৭