ক্রীড়া প্রতিবেদক
আগস্ট ১৯, ২০২১
০১:০২ অপরাহ্ন
আপডেট : আগস্ট ১৯, ২০২১
০১:০২ অপরাহ্ন
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেরা ফুটবলারের লড়াইয়ে আছে ম্যানচেস্টার সিটি ও চেলসি। বর্ষসেরা হওয়ার সংক্ষিপ্ত তালিকায় মনোনয়ন পাওয়া তিন ফুটবলার এই দুই ক্লাবের। সবাই মধ্য মাঠের খেলোয়াড়। তারা হচ্ছেন ম্যানচেস্টার সিটি কেভিন ডি ব্রুইনা, চেলসির জর্জিনহো ও এনগোলো কন্তে।
চ্যাম্পিয়নস লিগে পারফরম্যান্সের ভিত্তিতে নির্বাচিত করা হয় সেরা ফুটবলার। উয়েফার নির্ধারিত কোচ ও সাংবাদিকদের ভোটে নির্ধারিত হয় মনোনয়নের তালিকা। প্রাথমিকভাবে মনোনয়নপ্রাপ্ত ১২ জন থেকে তিন জনের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে উয়েফা। প্রাথমিক তালিকায় ছিলেন না বিশ্বের অন্যতম সেরা তিন ফুটবলার মেসি-রোনালদো-নেইমার!
স্বাভাবিকভাবেই এবার উয়েফার বর্ষসেরা ফুটবলারের লড়াইয়ে নেই এই তিন তারকা।
এএন/০৩