বসুন্ধরা আতঙ্কে মোহনবাগান ও বেঙ্গালুরু

খেলা ডেস্ক


আগস্ট ১৯, ২০২১
০৬:২৯ অপরাহ্ন


আপডেট : আগস্ট ১৯, ২০২১
০৬:২৯ অপরাহ্ন



বসুন্ধরা আতঙ্কে মোহনবাগান ও বেঙ্গালুরু
এএফসি কাপ


এএফসি কাপ ডি গ্রুপের লড়াই শুরু হয়েছে। প্রতিটি দলই একটি করে ম্যাচ খেলেছে। বসুন্ধরা কিংস ও এটিকে মোহনবাগান নিজেদের প্রথম ম্যাচে জয় পেয়েছে। দুই দলই ২-০ ব্যবধানে জয় পেয়ে পয়েন্ট তালিকায় সমান্তরালে অবস্থান করছে। তবে প্রথম ম্যাচ জিতলেও ভারতীয় ক্লাব মোহনবাগানের স্প্যানিশ কোচ অ্যান্টোনিও লোপেজ হাবাসের কপালে চিন্তার বলিরেখা থেকেই যাচ্ছে। গভীর চিন্তায় মগ্ন নিজেদের প্রথম ম্যাচে মোহনবাগানের কাছে পরাজিত দল বেঙ্গালুরু এফসির কোচ মারকো।

প্রথম ম্যাচ জিতে মোহনবাগানের কোচ নিশ্চিন্ত হতে পারছেন না। মাজিয়া সহজ প্রতিপক্ষ নয়। শনিবার তারা মালদ্বীপের এই দলের মুখোমুখি হবে। এ ছাড়াও আছে বসুন্ধরা কিংস। ২৪ আগস্ট কিংসের মুখোমুখি হবে মোহনবাগান। আগের ম্যাচ জিতেই মোহনবাগান কোচ বলেছেন, ‘বসুন্ধরা কিংস এক কঠিন প্রতিপক্ষ। আমাদের বাড়তি কাজ করতে হবে এ ম্যাচের জন্য।’ একই কথা বলেছেন বেঙ্গালুরু এফসির কোচও। দলটির ইতালিয়ান কোচ মারকো বলেন, ‘আমাদের ডিফেন্সের অবস্থা ভালো নয়। অনেক কাজ করার আছে। প্রতিপক্ষের সেট পিস আটকাতে হবে আমাদের। গোলের সুযোগ তৈরি করতে হবে অনেক।’ বসুন্ধরা কিংসকে নিয়ে ভারতীয় দুই ক্লাবই বেশ চিন্তায় আছে। বলতে গেলে বসুন্ধরা আতংকে আছে প্রতিবেশি ভারতের দু'দল মোহনবাগান ও বেঙ্গালুরু এফসি।

এএন/০২