নরউইচকে ৫ গোলে উড়িয়ে জয়ে ফিরল ম্যান সিটি

খেলা ডেস্ক


আগস্ট ২১, ২০২১
০৪:৩৮ অপরাহ্ন


আপডেট : আগস্ট ২১, ২০২১
০৪:৩৮ অপরাহ্ন



নরউইচকে ৫ গোলে উড়িয়ে জয়ে ফিরল ম্যান সিটি
ইংলিশ প্রিমিয়ার লিগ


ইংলিশ প্রিমিয়ার লিগে নরউইচ সিটিকে বিধ্বস্ত করে জয়ে ফিরল বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। শনিবার রাতে ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে ৫-০ গোলে জিতেছে পেপ গার্দিওলার শিষ্যরা। প্রতিপক্ষ গোলরক্ষক টিম ক্রুলের আত্মঘাতী গোলে এগিয়ে যাওয়ার পর সিটিজেনদের হয়ে একে একে নিশানা ভেদ করেন জ্যাক গ্রিলিশ, আইমেরিক লাপোর্ত, রহিম স্টার্লিং ও রিয়াদ মাহরেজ। নিজে জালের দেখা না পেলেও সতীর্থদের দুটি গোলে অবদান রাখেন গ্যাব্রিয়েল জেসুস।

এই জয়ে গোল ব্যবধানে পয়েন্ট তালিকার চারে উঠে এসেছে ম্যান সিটি। দুই ম্যাচে তাদের অর্জন ৩ পয়েন্ট। পয়েন্টের খাতা খুলতে না পারা নরউইচ সিটি আছে তলানিতে। দুই ম্যাচে তারা হজম করেছে আট গোল। আগের ম্যাচে নিজেদের মাঠে লিভারপুলের কাছে ৩-০ গোলে হেরেছিল দলটি।

এএন/০২