খেলা ডেস্ক
আগস্ট ২১, ২০২১
০৫:১৩ অপরাহ্ন
আপডেট : আগস্ট ২১, ২০২১
০৫:১৩ অপরাহ্ন
বেঙ্গালুরু এফসিকে রুখে দিয়ে গুরুত্বপুর্ণ এক পয়েন্ট আদায় করে নিয়েছে বসুন্ধরা কিংস।
রক্ষণভাগ ও গোলরক্ষকের দৃঢ়তার পাশাপাশি ক্রসবারের কল্যাণে এই পয়েন্ট আদায় করে নিল বাংলাদেশ প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়নরা। দিনের অপর ম্যাচে মোহনবাগান ৩-১ গোলে মাজিয়াকে হারিয়ে টানা জয় তুলে নিয়েছে।
শনিবার মালদ্বীপের রাজধানী মালের জাতীয় ফুটবল স্টেডিয়ামে এএফসি কাপের 'ডি' গ্রুপের ম্যাচটি শেষ হয়েছে গোলশূন্যভাবে।
বল দখলে সামান্য ব্যবধানে এগিয়ে ছিল বসুন্ধরা। তবে আক্রমণে একচ্ছত্র আধিপত্য দেখায় ভারতের বেঙ্গালুরু। তারা গোলমুখে ১৪টি শট নিয়ে লক্ষ্যে রাখে তিনটি। অন্যদিকে, কিংসের ছয়টি শটের মধ্যে লক্ষ্যে ছিল দুটি।
দুই ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে আছে মোহনবাগান। ৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে বসুন্ধরা। সমান ম্যাচে বেঙ্গালুরু ১ পয়েন্ট নিয়ে আছে তিনে। তলানিতে থাকা মাজিয়া দুই ম্যাচ খেলে পয়েন্টের দেখা পায়নি।
এএন/০৩