খেলা ডেস্ক
আগস্ট ২৮, ২০২১
০৮:৫২ পূর্বাহ্ন
আপডেট : আগস্ট ২৮, ২০২১
০৮:৫২ পূর্বাহ্ন
সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ক্রিশ্চিয়ানো রোনালদো অবশেষে নিজের পুরনো ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে ফিরলেন। ম্যানইউ থেকে আনুষ্ঠানিক ঘোষণা আসার পর সামাজিক যোগাযো গমাধ্যমে জুভেন্টাস ভক্তদের জন্য খোলা চিঠি পাঠিয়েছেন পর্তুগিজ তারকা।
রোনালদো লিখেছেন, ‘আজ (শুক্রবার) আমি চমৎকার একটি ক্লাব থেকে বিদায় নিলাম। ইতালির সবচেয়ে বড়, আর ইউরোপের বড় ক্লাবগুলোর একটি থেকে বিদায় নিলাম। জুভেন্টাসের জন্য আমি সামর্থ্যের সবটুকু দিয়েছি এবং জীবনের শেষ দিন পর্যন্ত তুরিন শহরটাকে ভালোবাসব। জুভেন্টাসের সমর্থকেরা সবসময় আমাকে সম্মান করেছে এবং তাদের সম্মানের জবাবে আমি প্রতি ম্যাচে, মৌসুমে ও প্রতিযোগিতায় তাদের জন্য লড়েছি। পরিশেষে, আমরা পেছনে ফিরে দেখলে অনুধাবন করতে পারি যে—আমরা অসাধারণ কিছু অর্জন করেছি। যা কিছু চেয়েছিলাম, তার সবটা নয়, তবে সবাই মিলে দারুণ একটা গল্প লিখেছি।’
পর্তুগিজ তারকা আরও লিখেছেন, ‘সবসময় আমি আপনাদের একজন হয়ে থাকব। এই ক্লাব এখন আমার ইতিহাসের একটা অধ্যায়, যেমনটা আমি নিজেকে এই দলের একজন মনে করি। ইতালি, জুভেন্টাস, জুভেন্টাসের সমর্থক—সবাই আমার হৃদয়ে থাকবে।’
এএন/০২