ইন্টার মিলানে কোরেয়ার জয়ে রাঙানো অভিষেক

খেলা ডেস্ক


আগস্ট ২৮, ২০২১
০৬:৩৬ অপরাহ্ন


আপডেট : আগস্ট ২৮, ২০২১
০৬:৩৬ অপরাহ্ন



ইন্টার মিলানে কোরেয়ার জয়ে রাঙানো অভিষেক


ইন্টার মিলানের জার্সিতে অভিষেক ম্যাচটা স্মরণীয় করে রাখলেন আর্জেন্টাইন ফরোয়ার্ড হোয়াকিন কোরেয়া। বদলি হিসেবে মাঠে নেমে শেষ মুহূর্তে জোড়া গোল করে হালাস ভেরোনার বিপক্ষে নেরাজ্জুরিদের ৩-১ ব্যবধানের জয় এনে দিয়েছেন তিনি।

প্রতিপক্ষের মাঠে শুরুতেই পিছিয়ে পড়ে ইন্টার। গোলরক্ষক সামির হ্যান্ডানোভিচ বল বাড়িয়েছিলেন দলের খেলোয়াড়কে উদ্দেশ্য করে। কিন্তু তার দুর্বল পাস থেকে বল পান ভেরোনার ইভান ইলিচ। সুযোগ কাজে লাগিয়ে দলকে এগিয়ে দেন সার্বিয়ান মিডফিল্ডার। দ্বিতীয়ার্ধের শুরুতে সমতায় ফেরে সিরি’আর গত আসরের চ্যাম্পিয়নরা। ৪৭ মিনিটে সতীর্থের লম্বা পাস থেকে হেডে ভেরোনার জাল খুঁজে নেন আর্জেন্টাইন ফরোয়ার্ড লওতারো মার্তিনেজ।

এরপর ৮৩ মিনিটে ইন্টারকে এগিয়ে দেন কোরেয়া। মাত্তেও ডার্মেইনের ক্রস থেকে হেডে ভেরোনার জালে বল পাঠান তিনি। এরপর যোগ করা অতিরিক্ত সময়ের চতুর্থ মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন কোরেয়া। 

ভেরোনার বিপক্ষে জয়ে সিরি’আর চলতি মৌসুমের শীর্ষস্থান ধরে রেখেছে ইন্টার। ২ ম্যাচে তাদের পয়েন্ট ৬।

এএন/০৪