লেভানডফস্কির হ্যাটট্রিকে হার্থাকে উড়িয়ে দিল বায়ার্ন

খেলা ডেস্ক


আগস্ট ২৯, ২০২১
১০:২২ পূর্বাহ্ন


আপডেট : আগস্ট ২৯, ২০২১
১০:২২ পূর্বাহ্ন



লেভানডফস্কির হ্যাটট্রিকে হার্থাকে উড়িয়ে দিল বায়ার্ন


দলবদলের গুঞ্জনকে পিছনে ফেলে জার্মান বুন্দেসলিগায় হ্যাটট্রিক করলেন লেভানডফস্কি। শনিবার রাতে তাঁর হ্যাটট্রিকে বায়ার্ন মিউনিখ ৫-০ গোলে উড়িয়ে দিল বার্থাকে। একটি করে গোল করেন জার্মান আক্রমণাত্মক মিডফিল্ডার জামাল মুসিয়ালা ও টমাস মুলার। 

এই নিয়ে টানা ১৩ লিগ ম্যাচে গোল করা হয়ে গেল লেভার। বায়ার্নের হয়ে ৩০০ গোলও এসেছে তাঁর এই ম্যাচে। 

যদিও, কিছুদিন আগে বায়ার্ন ছাড়ার ইচ্ছে প্রকাশ করে বোমা ফাটিয়েছেন লেভানডফস্কি।   অন্য লিগের উত্তেজনা গায়ে মাখাতে চান, যে কারণে লেভানডফস্কির এই আকুতি। দলবদলের শেষ কয়দিনে পিএসজির সঙ্গে তাঁকে জড়িয়ে গুঞ্জনও চলছে। বলা হচ্ছে, এমবাপ্পের বিকল্প হিসেবে লেভানডফস্কিকেই আনতে পারে পিএসজি। 

এএন/০১